বাংলা নিউজ > বায়োস্কোপ > Vijay Varma: ‘কী করে বোঝাই!’ মাতৃদিবসে মাকে শুভেচ্ছা জানাতে গিয়ে কোন বিপদে পড়লেন বিজয়

Vijay Varma: ‘কী করে বোঝাই!’ মাতৃদিবসে মাকে শুভেচ্ছা জানাতে গিয়ে কোন বিপদে পড়লেন বিজয়

মাতৃদিবসে মাকে শুভেচ্ছা জানাতে গিয়ে কোন বিপদে পড়লেন বিজয়

Vijay Varma: মাতৃদিবসে মজার পোস্ট শেয়ার করলেন বিজয় বর্মা। একটি বিজ্ঞাপনের ছবি শেয়ার করে লিখলেন 'মাকে কী করে বোঝাই?' কিন্তু তাঁর হঠাৎ হল কী?

মাতৃ দিবসে (International Mother's Day) মজার ছবি শেয়ার করলেন বিজয় বর্মা (Vijay Varma)। অভিনেতাকে সম্প্রতি দাহাদ (Dahaad) সিরিজে দেখা যাচ্ছে। এখানে তাঁকে একজন সিরিয়াল কিলারের চরিত্রে দেখা যাচ্ছে। ফলে অভিনেতাকে নিয়ে তাঁর মা ভীষণই চিন্তিত। একবার বউ পেটানো মানুষের চরিত্রে, একবার সিরিয়াল কিলারের চরিত্রে ধরা দিচ্ছেন বিজয়। এমন অবস্থায় আর কেউ তাঁর ছেলেকে বিয়ে করবেন না বলেই ধরে নিয়েছেন অভিনেতার মা। তাই মায়ের সেই চিন্তা নিয়ে মজার ছবি পোস্ট করলেন মাতৃ দিবসে।

এদিন বিজয় বর্মা যে ছবি শেয়ার করেছিলেন সেখানে তাঁর মাকে একটি খবরের কাগজ ধরে থাকতে দেখা যাচ্ছে। হিন্দুস্তান টাইমস কাগজের কভার পেজে একটি বিজ্ঞাপন নজরে পড়ছে সেই ছবিতে। কিসের বিজ্ঞাপন? তাঁরই ছেলের বিয়ের বিজ্ঞাপন। সেখানে অভিনেতার বর্ণনা দিয়ে হয়েছে তিনি নাকি ভারতের নম্বর ১ ব্যাচেলর। এটা দেখে রীতিমত কপালে হাত দিয়েছেন অভিনেতার মা।

এই ছবি পোস্ট করে নায়ক লেখেন, 'শুভ মাতৃ দিবস মা। কিন্তু প্রচার, ইত্যাদি তো ঠিক আছে কিন্তু এটা মাকে কী করে বোঝাই!' অনেকেই তাঁর এই পোস্টে বেশ মজা পেয়েছেন। কমেন্ট করেছেন নানা মজার মজার।

সম্প্রতি শোনা যাচ্ছে অভিনেতা দক্ষিণী তথা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তামান্নার (Tamannaah Bhatia) সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন। তাঁদের হামেশাই একসঙ্গে দেখা যায় আজকাল। কখনও পার্টিতে, কখনও গাড়িতে। সেই প্রসঙ্গ টেনে এনে কেউ কেউ লিখেছেন, 'এবার মায়ের 'তামান্না' পূরণ করুন।' আরেক ব্যক্তি লেখেন, 'তামান্নাকে তো পেয়েই গিয়েছেন।'

যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে বিজয় বা তামান্না কেউই তাঁদের সম্পর্কের কথা জানাননি। কিন্তু তাঁদের নিয়ে বলি পাড়ায় জোর চলছে।

প্রসঙ্গত এই সিরিজটি অ্যামাজন প্রাইমে (Amazon Prime) দেখা যাচ্ছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই সিরিজটি।

বন্ধ করুন