জনপ্রিয় মিউজিক কম্পোজার আদেশ শ্রীবাস্তব ২০১৫ সালে প্রয়াত হন। দীর্ঘদিন ক্যানসারে ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর সময় শাহরুখ নাকি তাঁকে কথা দিয়েছিলেন যে তিনি তাঁর এবং বর্ষীয়ান অভিনেত্রী বিজয়েতা পণ্ডিতের ছেলেকে দেখবেন। তাঁর পাশে দাঁড়াবেন। কিন্তু সেই কথা কিং খান মোটেই রাখেননি। এমনকি এখন তাঁকে ফোনেও নাকি পাওয়া যায় না। সম্প্রতি এমনই অভিযোগ করলেন বিজয়েতা পণ্ডিত।
আরও পড়ুন: 'কেবল মাত্র আপনার জন্যই...' কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু - শ্রেয়ার!
শাহরুখের বিরুদ্ধে অভিযোগ করে কী জানালেন বিজয়েতা?
লেহরে রেট্রোকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিজয়েতা পণ্ডিত জানান তাঁর ছেলে অভিতেস শ্রীবাস্তবও তাঁর বাবার মতোই একজন গায়ক এবং মিউজিক কম্পোজার। কিন্তু তিনি স্টার কিড হওয়া সত্বেও বলিউড থেকে কোনও রকম সাহায্য পাচ্ছেন না নিজের পায়ের তলার মাটি শক্ত করার জন্য। এমনকি শাহরুখ কথা দিলেও সাহায্য করেননি।
ঠিক কী জানিয়েছেন বিজয়েতা? অভিনেত্রী তাঁর বক্তব্যে এদিন বলেন, 'ও (অভিতেস) ভীষণ পরিশ্রমী। ও একন, ফ্রেঞ্চ মন্টানার সঙ্গেও কাজ করেছেন। কিন্তু ও ইন্ডাস্ট্রি থেকে কোনও সাহায্য পায়নি। সকলেই জানে যে এখন আর আদেশ নেই, ওদের তো ওকে সাহায্য করা উচিত। তোমায় বললে বিশ্বাস করবে না, আদেশ যখন হাসপাতালে ভর্তি তখন শাহরুখ খান ওকে দেখতে আসত।
ওর মৃত্যুর আগে একদিন আদেশ ওর হাত ধরে ইঙ্গিত করেছিল যেন শাহরুখ আমাদের ছেলেকে দেখে। শাহরুখ ছেলেকে যে নম্বর দিয়েছিল সেটা এখন আর কাজ করছে না। আমি এখানের মাধ্যমে বলতে চাই শাহরুখ আদেশ তোমার ভালো বন্ধু ছিল, এই সময় আমাদের তোমার সাহায্য চাই। আমি এখন আর উপার্জন করি না। আমাদের ছেলেই একমাত্র রোজগেরে। ওর জন্যই সাহায্য চাই।'