আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেন একতা কাপুর। ভারতীয় টেলিভিশনে তাঁর অবদানের জন্য ৫১ তম আন্তর্জাতিক এমি-তে বিশেষ সম্মান পান প্রযোজক একতা কাপুর। তিনি পান আন্তর্জাতিক এমি ডিরেক্টরেট অ্যাওয়ার্ড।
এমি-তে সম্মানিত হওয়ার পর সেলিব্রেশনে মেতে উঠেছেন একতা। মাস্টার শেফ ইন্ডিয়ার বিচারক বিকাশ খান্না প্রযোজকের জন্য বিশেষ ডিনারের আয়োজন করেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে একতা লিখেছেন, ‘গত রাতার মাস্টার শ্যাফ ডেভেলপমেন্ট খান্নার সঙ্গে ডিনার! আমার হৃদয় থেকে পেটে, ভাসোবাসায় মুড়ে রাখার জন্য তোমায় ধন্যবাদ। আশা রাখি শীঘ্রই বম্বেতে দেখা হবে’। আরও পড়ুন: মথুরায় পালিত ব্রজ উৎসব, নৃত্যনাট্য পরিবেশন হেমার, অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
একতার আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড জয়ের উপলক্ষে এই বিশেষ ডিনারের ব্যবস্থা করেছিলেন বিকাশ খান্না। নিজের হাতে খাবার বানিয়ে প্রযোজকের জন্য পরিবেশন করেছেন তিনি। সেই ঝলকই নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন একতা কাপুর।
আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন বিকাশ খান্না। অনুষ্ঠানের রাতে ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছিলেন তিনি।