বি-টাউনের সেলেব পাড়ায় ফের বিয়ের সানাই বাজল বলে! বিয়ে করছেন পরিচালক বিক্রম ভাটের মেয়ে কৃষ্ণা ভাট। ১১ জুন বিয়ে বিয়ে করছেন বিক্রম কন্যা কৃষ্ণা। জুন মাসটা কৃষ্ণার জন্য একটু বেশিই স্পেশাল। কারণ, এই জুনেই মুক্তি পেতে চলেছে কৃষ্ণা ভাট পরিচালিত ছবি ১৯২০: দ্য হরর অফ দ্য হার্ট। ২৩ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি।
সম্প্রতি ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে ও পরিচালনা দুই নিয়েই কথা বলেছেন কৃষ্ণা ভাট। কৃষ্ণা বলেন, ‘জুনেই বিয়ে করব ঠিক করেছি, আবার এই মাসেই ১৯২০: দ্য হরর অফ দ্য হার্ট নিয়ে আমার ভাগ্য নির্ধারণ হবে। বাবা মজা করে বলছে, একই সঙ্গে আমি দুটো বিয়ে করছি। একটা আমার ভালোবাসার মানুষের সঙ্গে, আরেকটা হল দর্শকদের সঙ্গে।’
হবু বর বেদান্ত সারদাকে নিয়েও মুখ খুলেছেন কৃষ্ণা ভাট। জানিয়েছেন, বেদান্তের একটি ট্রাভেল এজেন্সি রয়েছে। ২০১৪ সালে ভাইয়ের সঙ্গে মিলে এই কোম্পানিটি খুলেছিলেন, ধীরে ধীরে সেটাই বড় হয়ে ওঠে। কৃষ্ণা ভাট বলেন, তিনি রীতি রেওয়াজ মানতে পছন্দ করেন, তাই বিয়েটাও একেবারেই রীতিনীতি মেনেই হবে। প্রসঙ্গে ৮ জুন থেকে শুরু হয়েছে কৃষ্ণা-বেদান্তের প্রাক-বিবাহ অনুষ্ঠান। মেহেন্দি, হলদি, সঙ্গীত সবই হবে রীতি মেনে।
আরও পড়ুন-‘চরিত্রে ঢুকতে পারেনি’, চুমু নিয়ে আদিপুরুষের ‘সীতা’ কৃতিকে তোপ ‘আদি-সীতা’র
আরও পড়ুন-‘নামী অভিনেতার মেয়ে, তবু অভিনয়টা জানেন না’, নাম না করে সোনাক্ষীকে ঠুকলেন কামিয়া
ঠিক কবে দেখা? কীভাবে প্রেম? বেদান্তের বাড়ি নাগপুরে। যদিও তিনি বর্তমানে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে। চলতি বছরের দেশে ফিরেছেন বেদান্ত। ঠিক একবছর আগে প্রথম দেখাতেই তাঁদের প্রেম। প্রেমের একবছর পূর্তিতেই তাঁরা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। কৃষ্ণার কথায়, প্রথম দেখাতেই তাঁদের মনে হয়ছিল, তিনি আর বেদান্ত একে অপরের জন্য। এক বন্ধুর মাধ্যমে তাঁদের দেখা হয়। তখনই নাকি কৃষ্ণা ভাটের মনে হয়, বেদান্ত যেন তাঁর জন্যই মুম্বই এসেছেন।
প্রসঙ্গত, 'টুইস্টেড-থ্রি' নামে একটি টিভি সিরিজের পরিচালনা করেছিলেন তিনি।