অমর সঙ্গী নামটা শুনলেই আজও বাঙালির মনে ভেসে ওঠে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিজয়েতা পন্ডিতের মুখ। এবার সেই একই নামের ছবি আসছে একেবারে অন্য ধাঁচের গল্প নিয়ে। প্রেমের সঙ্গে সেখানে মিশে যাবে ভূতের ভয়, আবার থাকবে কমেডিও। আর এই ভৌতিক-কমেডি ছবির হাত ধরে নতুন জুটি পেতে চলেছে টলিউড। এই প্রথমবার কোনও ছবিতে জুটি বাঁধতে চলেছেন বাংলার দুই দাপুটে অভিনেতা, বিক্রম চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার।
বিক্রম এবং সোহিনীর নতুন ছবি অমর সঙ্গী
প্রকাশ্যে এল অমর সঙ্গী ছবিটির পোস্টার সহ মুক্তির দিনক্ষণ। পোস্টারে দেখা যাচ্ছে সাদা কালো সোহিনী হাঁ করে যেন ভয় দেখাচ্ছেন। আর তাঁর ঘাড়ে চেপে হাসছেন বিক্রম। ফলে পোস্টার দেখেই খানিক আন্দাজ করা যাচ্ছে যে কাকে এই ছবিতে ভূতের চরিত্রে দেখা যেতে পারে। যদিও সেই অনুমান কতটা সত্যি সেটা ছবি দেখলেই বোঝা যাবে।
আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের একেবারে গোড়াতেই মুক্তি পেতে চলেছে এই ছবিটি। ৩১ জানুয়ারি বড় পর্দায় আসছে অমর সঙ্গী। ছবিটির পরিচালনা করেছেন দিব্য চট্টোপাধ্যায়। ছবিটির প্রযোজনা করেছেন অভিনব ঘোষ, ড্রিমস অন সেল এবং হ্যান্ডিক্রাফট পিকচার্স।
অমর সঙ্গী ছবিটি প্রসঙ্গে কে কী বললেন?
পরিচালক দিব্য চট্টোপাধ্যায় তাঁর এই ছবি প্রসঙ্গে জানিয়েছেন, 'অমর সঙ্গী একটি মিষ্টি, মজাদার প্রেমের গল্প। দুটি মানুষের প্রেম, খুনসুটি, সম্পর্ক, সম্পর্কের জটিলতা এবং জীবনের স্বাভাবিক বহমানতা এই সব নিয়ে আমাদের ছবি অমর সঙ্গী। বিক্রম, সোহিনীর সঙ্গে আমার বহুদিনের পরিচিতি। প্রযোজক অভিনব আমার হাইস্কুলের বন্ধু। সিনেমাটোগ্রাফার অভিমন্যু আর আমি মুম্বাইতে একই বিল্ডিংয়ে থাকি। সেই কারণে ছবির শ্যুটিংটা একটা পিকনিকের মতোই মনে হতো।' অন্যদিকে বিক্রম চট্টোপাধ্যায়ের কথায়, 'অমর সঙ্গীতে কাজ করার কারণ হল স্ক্রিপ্ট। এইরকম মজাদার এবং বিনোদনমূলক বিষয় নিয়ে কাজ করতে পারা নিশ্চয় আনন্দের। আমার কেরিয়ারে যেমন শেষ পাতার মতো বিষয়ধর্মী সিনেমা আছে, তেমন অ্যাকশন ফিল্ম পারিয়াও আছে। কিন্তু অমর সঙ্গী যে কারণে আলাদা সেটা হল, এটি একটি হরর রোম্যান্টিক কমেডি।'
আরও পড়ুন: অস্কারের দৌড়ে রয়েছেন বিক্রম ঘোষও! গান মনোনীত হতেই আবেগঘন শিল্পী বললেন 'আমাদের ভালোবাসার ফসল...'
সোহিনী জানিয়েছেন তাঁর অমর সঙ্গী ছবিটির স্ক্রিপ্ট ভালো লেগেছিল বলেই তিনি এই ছবিতে কাজ করতে রাজি হয়েছেন। অনেকদিন পর রোম্যান্টিক ছবিতে কাজ করে তাঁর ভালো লেগেছে যে সেটাও জানাতে ভোলেননি অভিনেত্রী।