যে মানুষটার জনপ্রিয়তা খ্যাতি এমনকি কাজ পর্যন্ত শুরু হয়েছিল ছোটপর্দার হাত ধরে এখন তিনি সেই ছোটপর্দায় ফিরতে নারাজ! কার কথা বলছি? বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। তাঁর হাত ধরেই বাংলা সিরিয়ালের দর্শকরা একাধিক হিট ধারাবাহিক পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ফাগুন বউ, ইচ্ছে নদী, সাত পাকে বাঁধা। কিন্তু তাঁর করা শেষ ধারাবাহিকটি (Bengali Serial) আজ থেকে ৪ বছর আগেই শেষ হয়েছে। এরপর আর তাঁকে ছোটপর্দায় দেখা যায়নি। এখন তিনি মূলত ওয়েব সিরিজ, সিনেমায় একটার পর একটা কাজ করে চলেছেন। এই তো সদ্যই মুক্তি পেল তাঁর করা ছবি, শেষ পাতা। কিন্তু ছোটপর্দা থেকে এই দূরত্ব কেন বজায় রেখেছেন তিনি? জানালেন নিজেই।
আনন্দবাজারকে দেওয়া একটা সাক্ষাৎকারে অভিনেতা জানালেন তিনি কেন টেলিভিশন থেকে দূরে রয়েছেন। তাঁর কথায়, 'টেলিভিশন আমায় অকল্পনীয় ভালোবাসা দিয়েছে। এখানে পারিশ্রমিক বেশ ভালো। সেই দিকে যদি আমি বছরে তিনটি ছবিতেও কাজ করি তাতে জীবন নির্বাহ করা বেশ চাপের। তবে এটাও ঠিক। যদি প্যাশন থাকে তাহলে নিজের সবটুকু নিংড়ে দিতে হবে।'
কিন্তু দর্শকদের আবদার? সেটার কী হবে? অভিনেতার কথায়, 'আমি আসলে ছোটপর্দায় দশ বছর কাজ করেছি। সেই কারণেই হয়তো এই ভালোবাসা পেয়েছি। দর্শকদের মেসেজ আজ থেকে দশ বছর পরেও আসবে যখন আমি সিনেমায় কাজ করার পর রেস্তরাঁর ব্যবসা করব। আমি ওঁদের কাছে কৃতজ্ঞ।'
কিন্তু সিনেমাতে বেশি কাজ করতে চাইলেও বিক্রম কিন্তু আদতেই বহু কাজ ফিরিয়ে দেন। যদিও তাঁকে সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে শেষ পাতায় এবং অন্যদিকে কুলের আচার নামক দুটি ছবিতে দেখা গিয়েছে। এমনটা কেন? উত্তরে অভিনেতা বলেন, 'আমি আমার পরিধিটা জানি একজন অভিনেতা হিসেবে। তাই সব কাজে রাজি হই না। এটার জন্য অবশ্য আমার দুর্নাম আছে। আমি যদি বুঝি যে এই চরিত্র আমার কেরিয়ারে কোনও সাহায্যে করবে না তাহলে আমি সেই চরিত্র ফিরিয়ে দিই।'
তাহলে কি আর সত্যিই বিক্রমকে ছোটপর্দায় দেখা যাবে না? উত্তর অভিনেতা বলেন, 'আমার হাতে এখন অনেক ছবির কাজ। আর সিরিয়ালের জন্য অনন্ত এক বছরের জন্য ডেট দিতেই হয়। তাই যতক্ষণ না এই হাতের কাজ শেষ করছি ততক্ষণ রাজি হওয়ায় সম্ভব নয় সিরিয়ালের জন্য। আপাতত যা করছি সেটাই মন দিয়ে করতে চাই। কাল কী হবে সেটা পরে দেখা যাক।'