ছিঁড়ে ফেলা হচ্ছে সিনেমার পোস্টার। অভিযোগ তুললেন ‘অমর সঙ্গী’র অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। জানালেন, বিগত কয়েকদিন ধরেই তিলোত্তমার নানা প্রান্তে শুধু তাঁদের সিনেমার সঙ্গেই করা হচ্ছে এমনটা।
বিক্রম বেশ কিছু ‘অমরসঙ্গী’র ছেঁড়া পোস্টারের ছবি শেয়ার করে লিখলেন, ‘আগামী ৩১ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পাচ্ছে ‘অমরসঙ্গী’। আমাদের অনেকটা রক্ত, ঘাম মিশে আছে এই সিনেমার নির্মানের সঙ্গে, হয়তো বেশ কিছুটা স্বপ্নও। সিনেমার প্রচারের জন্য কয়েক লক্ষ টাকা খরচ করে সিনেমার প্রযোজক কয়েক হাজার পোস্টার ছাপিয়েছেন, কলকাতা শহরের নানান জায়গায়র, অংশে সেগুলা লাগানোও হয়েছে। অথচ তার বেশ কিছু জায়গায় এই দৃশ্য।’
আরও পড়ুন: আংটি বদলের তারিখ ঘোষণা সুকান্তর, কত লাখ মাইনের চাকরি করে অনন্যার ‘বড়লোক বর’?
বিক্রমের আরও অভিযোগ, ‘অদ্ভুত ভাবে শুধু আমাদেরই পোস্টারগুলো নির্মমভাবে ছিঁড়ে রাস্তায় ফেলা হয়েছে, পোস্টার ফেলার ১ দিনের মধ্যে। আমাদের প্রযোজকের পক্ষে সম্ভব না আবার নতুন করে পোস্টার ছাপিয়ে গোটা শহর জুড়ে লাগানো। তাই আপনারা রাস্তায় সিনেমার পোস্টার দেখতে পাবেন কি না জানি না, কিন্তু #অমরসঙ্গী দেখতে পাবেন সিনেমা হলে ৩১ এ জানুয়ারি থেকে। দেখা হচ্ছে ❤️’
আরও পড়ুন: আরজি কর আন্দোলনের গুঁতো? ‘অভিনয় করতে অনুমতি নিয়েছিল?’, কিঞ্জলকে নিয়ে প্রশ্ন তুলল মেডিকেল কাউন্সিল
গোটা ঘটনায় নেটিজেনরাও বেশ বিরক্তি প্রকাশ করলেন। একজন লিখলেন, ‘এগুলো ঠিক না। দেখতে হলে যাও, দেখতে না ইচ্ছে হলে দেখো না। তাই বলে এসব উচিত না।’ আরেকজন আবার লিখলেন, ‘এ মা! কী বাজে। তাও এই সিনেমা আমরা দেখবই। গুড লাক টু গোটা টিম।’
এমনিতে অবশ্য, 'অমরসঙ্গী' নামটা শুনলেই হয়ত সিনেপ্রেমী বাঙালির নয় এর দশকের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হিট ছবির কথা মনে পড়ে। তবে এই ‘অমরসঙ্গী’ এক্কেবারেই নতুন, এখানে নায়ক আর নায়িকা হল বিক্রম ও সোহিনী। আর সিনেমার নায়িকা ভূত, নায়ক মানুষ। এরকম আজব ভালোবাসার গল্পই শোনাবে অমর সঙ্গী। ফলত দর্শকদের উন্মাদনা তুঙ্গে। দেখার কেমন ব্যবসা করতে সক্ষম হয়। সঙ্গে প্রশ্ন, কারা এই পোস্টার ছেঁড়ার পিছনে। নাকি সবই ছবির প্রচারের অঙ্গ।