অঙ্কুশ হাজরাকে নিয়ে সম্প্রতি কথা বললেন বিক্রম চট্টোপাধ্যায়। জানালেন তিনি তাঁর সহ অভিনেতাকে যারপরনাই হিংসে করেন। কিন্তু কেন? কারণ খোলসা করে কী জানালেন পারিয়া খ্যাত অভিনেতা?
অঙ্কুশকে নিয়ে কী বললেন বিক্রম?
সদ্যই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পারিয়া। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি বক্স অফিসেও তুমুল সাড়া পেয়েছিল দর্শকদের থেকে, এবার OTT মাধ্যমে আসতেও একই রকম সাড়া পাচ্ছেন ছবির নির্মাতা। আর এই ছবিরই একটি প্রমোশনাল ভিডিয়োতে বিক্রম চট্টোপাধ্যায়কে অঙ্কুশ হাজরাকে নিয়ে কথা বলতে শোনা গেল।
বিক্রম চট্টোপাধ্যায় জানিয়ে দেন তিনি হিংসা করেন অঙ্কুশ হাজরাকে। কিন্তু কেন? এদিন সঞ্চালক সোমক ঘোষ অভিনেতাকে জিজ্ঞেস করেন, 'তুমি অঙ্কুশকে হিংসা করো?' সেটা শুনেই বিক্রম বলেন 'কেন? ও অ্যাকশন ছবি করছে বলে? ও না করলে আমি ছবিগুলো পেতাম?' তাঁর এই কথা শুনেই সোমক বলে ওঠেন, 'আমি তো কিছুই বলিনি তুমি নিজেই বলছ।' জবাবে বিক্রম জানান তিনি সত্যিই হিংসে করেন অঙ্কুশকে। বলেন, 'ও কত দামী গাড়ি চড়ে, বিদেশে ছুটি কাটাতে যায়। আমি কোনওটাই পারি না। তাই হিংসে করি।' প্রসঙ্গত অঙ্কুশ হাজরা অভিনীত মির্জা ছবিটিতে ভরপুর অ্যাকশন ছিল। পারিয়াতেও। তাই দুজনেই যেহেতু একই ধাঁচের ছবি করছেন এই তুলনা টানা হয়েছে।
পারিয়া ২ নিয়ে কী জানালেন বিক্রম?
এদিন সোমক বলেন পারিয়া ২ তে তুমি যদি ক্ষমতা পাও তুমি কি অঙ্কুশের উপর বদলা নেবে? জবাবে বিক্রম চট্টোপাধ্যায় জানিয়ে দেন, যে না। তিনি বদলা নেবেন না। বরং তিনি ছবিতে একটি বিশেষ চরিত্রে নিতে চান অঙ্কুশ হাজরাকে। তিনি এবারও চেয়েছিলেন পারিয়া ছবিটির ক্ষেত্রে, কিন্তু বাজেটে পোষায়নি বলে সেটা সম্ভব হয়নি। তাই পারিয়া ২ তে অঙ্কুশকে ক্যামিও বা কোনও চরিত্রে দেখা যাবে বলেই জানালেন তিনি।
প্রসঙ্গত এই বছর পারিয়া ছবিটি হিট করার পরই পারিয়া ২ ছবির ঘোষণা করে দেওয়া হয়। ২০২৫ সালে মুক্তি পাবে সেই ছবিটি।