বলিউডের বিরুদ্ধে বিষোদগার করবার জেরে শ্রীঘরে যেতে হয়েছিল কেআরকে-কে। অক্ষয় কুমারের ‘লক্ষ্মী’ ছবি নিয়ে আপত্তিজনক মন্তব্যের জেরে গত মাসে গ্রেফতার হন কেআরকে। কিন্তু জামিন পেয়েই চেনা মেজাজে এই স্বঘোষিত ফিল্ম সমালোচক। আগেই জানিয়েছিলেন হৃতিক-সইফের ‘বিক্রম বেদা’র পর আর কোনও ছবির রিভিউ দেবেন না তিনি। তাই কেআরকে-র শেষ ফিল্ম রিভিউয়ের জন্য অপেক্ষায় ছিল তাঁর ফলোয়ার্সরা।
বৃহস্পতিবার দুপুরে টুইটারে ‘বিক্রম বেদা’ নিয়ে বোমা ফাটালেন কেআরকে। হৃতিক-সইফের এই অ্যাকশন ছবির মান নাকি ‘ভোজপুরী’ ফিল্মের চেয়েও খারাপ, অন্তত তেমনটাই দাবি কেআরকে-র। চ্যাঁচাছোলা ভাষায় হৃতিককেও তুলোধনা করেন কেআরকে। লেখেন, অমিতাভ বচ্চন ও আল্লু অর্জুনকে গোটা ছবিতে নকল করেছেন তিনি। টুইটারে ঠিক কী লিখেছেন কেআরকে?
কেআরকে লেখেন, ‘বন্ধুরা বিক্রম বেদা দেখলাম! হৃতিক প্রথমার্ধে নকল করেছে অমিতাভ বচ্চনকে, দ্বিতীয়ার্ধে নকল করেছে আল্লু অর্জুনকে। ছবির ক্লাইম্যাক্সে ১৫ মিনিটের একটি গুলি চালানোর দৃশ্য রয়েছে! অ্যাকশন তো ভোজপুরী ছবির চেয়েও খারাপ। পুরোপুরিভাবে একটা সেকেলে ছবি এবং তিন ঘন্টার টর্চার ভোগ করতে হল'।
দিন চারেক আগে টুইটারে দেওয়ালে কেআরকে লিখেছেন, বিক্রম বেদার পর আর কোনও ছবির রিভিউ দেবেন না তিনি। টুইটে তিনি লিখেছিলেন, ‘আমাকে বলিউডের ইতিহাসের সবচেয়ে বড় ফিল্ম সমালোচক বানানোর জন্য ধন্যবাদ’। অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বলিউড সেলেবদেরও ধন্যবাদ জানান কেআরকে। লেখেন- ‘আমাকে ক্রিটিক হিসাবে মেনে না নিলেও বলিউডের লোকজনেরা আমার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করেছে, এর জন্য ধন্যবাদ’।
রাত পোহালেই সিনেমা হলে মুক্তি পাবে ‘বিক্রম বেদা’। হৃতিক রোশন এবং সইফ আলি প্রায় দু-দশক পর এই ছবিতে জুটি বেঁধেছেন। স্বভাবতই দুই সুপারস্টারের ভক্তরা এই ছবি নিয়ে বাড়তি এক্সাইটেড। পরিচালক পুষ্কর গায়েত্রীর এই ছবি একই নামের সুপারহিট তামিল ছবির রিমেক। ছবিতে পুলিশ অফিসার বিক্রম এবং গ্যাংস্টার বেদার গল্প উঠে আসবে। ছবির তামিল ভার্সনে লিড রোলে দেখা মিলেছিল আর মাধবন এবং বিজয় সেতুপতির।