বাংলা নিউজ > বায়োস্কোপ > Vikrant-Sheetal: গায়ে হলুদে লজ্জায় লাল বিক্রান্ত মাসে, ৬ বছর প্রেমের পর আজই বিয়ে, কারা অতিথি?

Vikrant-Sheetal: গায়ে হলুদে লজ্জায় লাল বিক্রান্ত মাসে, ৬ বছর প্রেমের পর আজই বিয়ে, কারা অতিথি?

বিক্রান্ত আর শীতল।

ভ্যান্টাইন্স ডে-র দিন হয়েছিল আইনি বিয়ে, আজ হবে বিয়ের অনুষ্ঠান।

২০১৫ সাল থেকে সম্পর্ক। আজই বিয়ের পিড়িতে বসতে চলেছেন বিক্রান্ত মাসে আর শীতল ঠাকুর। ২০১৯ সালের নভেম্বরে সেরে ফেলেছিলেন বাগদান। ভ্যালেন্টাইন্স ডে-র দিন এই জুটির আইনি বিয়ে নিয়ে শোরগোল পরে গিয়েছিল চারিদিকে। তবে আজই হবে বিয়ে সামাজিক নিয়মে। ১৮ ফেব্রুয়ারি মুম্বইতে বসবে বিয়ের আসর। 

এক সূত্রের মতে, ‘দুই তারকাই পছন্দ করেন লো প্রোফাইল জীবনে। তবে সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি কখনোই। এমনকী, আজকেও বিয়ের পর তাঁরা ফোটো দেবেন সকলকে।’

গায়ে হলুদ দিয়েই শুরু হয়েছে বিক্রান্ত ও শীতলের প্রাক-বিবাহ অনুষ্ঠান। প্রিয়াঙ্কা চোপড়ার ‘দেশি গার্ল’-এ হবু বর কনের নাচ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ‘মির্জাপুর’ অভিনেতা প্রেমিকাকে দেখে রীতিমতো লজ্জা পেয়েছেন সেখানে। গায়ে হলুদের জন্য হলুদ লেহেঙ্গা বেছে নিতে দেখা গিয়েছিল সুন্দরীকে।

‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজে একসাথে কাজ করেছেন বিক্রান্ত আর শীতল। সেখানে রিয়েল লাইফ কাপলের ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁরা।

তবে বিয়ের অনুষ্ঠানে খুব কাছের মানুষদেরই আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। থাকছেন দুই পরিবারের বন্ধু ও আত্মীয়রা। ‘লাভ হোস্টেল’-এর কাজ শেষ হওয়ার অপেক্ষাই ছিল এতদিন। ট্রেলার ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে। এই সিনেমায় বিক্রান্তকে দেখা যাবে সানিয়া মলহোত্রা আর ববি দেওলের সাথে। 

দিনকয়েক আগে বিক্রান্ত আর শীতল তাঁদের নতুন বাড়িতে থাকা শুরু করেছেন। এক সাক্ষাৎকারে অভিনেতা এ সম্পর্কে জানিয়েছেন, ‘এতদিন আমরা একটা স্যুটকেসে থাকতাম। এবার একটু বড় জায়গায় গিয়ে দম ফেলতে পারব। একটা ডাইনিং টেবিল রাখার জায়গা হয়েছে। যেখানে বসে মুখোমুখি কথা বলতে পারব। সমুদ্রমুখী ব্যালকনি আছে, যেখান থেকে চাক্ষুষ করতে পারব আমার পছন্দের ভিউ…’

বন্ধ করুন