প্রেমিকার সঙ্গে বিয়ে সারলেন অভিনেতা বিক্রান্ত মাসে। দীর্ঘদিনের প্রেমিকা শীতল ঠাকুরের সঙ্গে চুপিসারে আইনি মতে বিয়ে সেরেছেন তিনি। পিঙ্কভিলার খবর অনুযায়ী, বিক্রান্ত এবং শীতল তাঁদের ভারসোভার বাড়িতে আজই রেজিস্ট্রি ম্যারেজ সারেন। যদিও দম্পতি এখনও আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের বিয়ের কথা জানাননি।
শীতল ঠাকুর পেশায় অভিনেত্রী। ২০১৫ সাল থেকে প্রেম করছেন বিক্রান্ত এবং শীতল। ২০১৯ সালে বাগদান পর্ব সেরেছিলেন। সেই সময় অভিনেতা জানিয়েছিলেন তাঁদের বিয়ে করার তাড়া নেই। তারপর আড়াই বছর কেটে গিয়েছে। জানা যাচ্ছে, পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি বিয়ে সেরে ফেলেন তাঁরা।
হিন্দি ধারাবাহিক ‘বালিকা বধূ’ দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু বিক্রান্তের। ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তীতে তিনি ‘বাবা অ্যাইসা বর ঢুন্ডো’, ‘ধুম মাচাও ধুম’, ‘কুবুল হ্যায়’ এবং ‘ধরম বীরে’ প্রধান চরিত্রে অভিনয় করেন। ‘লুটেরা’, ‘দিল ধড়কনে দো’, ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’, ‘ছপাক’, ‘হাসিন দিলরুবা’র মতো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।
সোমবার মুক্তি পেয়েছে বিক্রান্তের আসন্ন ওয়েব ফিল্ম ‘লাভ হোস্টেল’-এর ট্রেলার। ২৫ ফেব্রুয়ারি থেকে Zee5 প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। বিক্রান্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা ও ববি দেওল।