‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তি তৃতীয়বারের মতো পিছিয়ে যাওয়ার পরে অভিনেতা বিক্রান্ত ম্যাসি ছবিটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করেন।
বৃহস্পতিবার, বিক্রান্ত তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বহু প্রতীক্ষিত এই ছবিটির নতুন মুক্তির তারিখ সহ নতুন পোস্টারও শেয়ার করেছেন। পোস্টারটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘১৫ নভেম্বর জ্বলন্ত সত্য প্রকাশ্যে আসবে। দেখুন ‘দ্য সবরমতী রিপোর্ট’ শুধুমাত্র সিনেমা হলে!’
আরও পড়ুন: হাসপাতালে রহস্য মৃত্যু ওড়িশার বিখ্যাত গায়িকা রুকসানা বানোর! মাত্র ২৭ বছরেই থেমে গেল পথ চলা
ছবিটি একেবারে প্রথমে মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল এবং তারপর তা পিছিয়ে গিয়ে ২ অগস্ট এটি প্রেক্ষাগৃহে মুক্তির দিন ঘোষণা করা হয়েছিল। তারপর আবারও তা পিছিয়ে যায়, অবশেষে নির্মাতারা ছবির মুক্তির দিন হিসেবে চলতি বছরের ১৫ নভেম্বরকে বেছে নিয়েছেন। সেদিনই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন অ্যাপার্টমেন্ট
ধীরজ সরনা পরিচালিত এই ছবিতে ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে গুজরাটের গোধরা রেল স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার ছবি তুলে ধরা হবে।
ছবিতে, বিক্রান্ত একজন স্থানীয় সাংবাদিক ‘সমর কুমার’-এর চরিত্রে অভিনয় করেছেন। তাঁর এক সহকর্মীর ভূমিকায় রাশি খান্নাকে দেখা যাবে। সিনিয়র অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করেতে দেখা যাবে ঋদ্ধি ডোগরাকে।
ছবিটি পরিচালনা করেছেন ধীরজ সরনা। শোভা কাপুর, একতা আর কাপুর, আমুল ভি মোহন এবং অনশুল মোহন ছবিটির প্রযোজক হিসাবে কাজ করেছেন।
আরও পড়ুন: ৩১ বছর পর প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ…’, জেনে নিন দিনক্ষণ
রাশি খান্না তাঁদের পরবর্তী ছবি ‘তালাখোঁ মে এক’-এও বিক্রান্ত মাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলে জানা গিয়েছে। ওই ছবিটিও শীঘ্রই মুক্তি পেতে চলেছে। তাঁর পাইপলাইনে ‘তেলুসু কাদা’ নামে একটি তেলুগু ছবিও রয়েছে।
ক্রাইম থ্রিলার ‘সেক্টর ৩৬’-এ অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন বিক্রান্ত মাসে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ‘সেক্টর ৩৬’-এ একটি স্থানীয় বস্তি থেকে বেশ কয়েকটি শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে। একজন স্থানীয় পুলিশ অফিসার এই ঘটনার আসল সত্যি খুঁজে বের করে তার চরিত্রে বিক্রান্ত ম্যাসিকে দেখা গিয়েছে। ‘সেক্টর ৩৬’ ক্ষমতা, অপরাধ এবং সামাজিক বৈষম্যের মতো বিষয়গুলি তুলে ধরেছে।