অভিনেতা বিক্রান্ত ম্যাসি সম্প্রতি সিনেমা থেকে বিরতি নেওয়ার বিষয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। এই খবর প্রকাশ্যে আসতেই মন ভেঙেছিল তাঁর অনুরাগীদের। এত অল্প বয়সে তাঁর এই সিদ্ধান্তে ভীষণ ভাবে অবাক হয়েছিলেন বিনোদন জগত। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এবার সেই নিয়ে মুখ খুললেন নায়ক।
'আজ তক' -এর একটি ইভেন্টে বক্তৃতা দেওয়ার সময় বিক্রান্ত তাঁর এই সিদ্ধান্তের পিছনের কারণগুলি ব্যাখ্যা করেছিলেন। তিনি জানিয়েছেন যে, এই সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দেওয়ার ইচ্ছে থেকেই নেওয়া।
নিজের চিন্তাভাবনা নিয়ে বিক্রান্ত বলেছেন, ‘যে জীবনের স্বপ্ন আমি সবসময় দেখেছিলাম, অবশেষে আমি তা পেয়েছি। আমার মনে হয়েছিল এটা বেঁচে থাকার সময়। জীবনের সবকিছুই ক্ষণস্থায়ী। এই উপলব্ধি আমাকে পিছিয়ে যেতে সাহায্য করেছিল। আগামী বছর শুধুমাত্র একটি ছবিতে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’
আরও পড়ুন: প্রচারে এগিয়ে দেব! 'সন্তান'-এর জন্য এবার ব়্যাপার রাজ, শুভশ্রী কী করলেন?
বিক্রান্ত বলেন, ‘আমি জীবনকে যাপন করি, কিন্তু আমি স্বভাবতই অন্তর্মুখী। আমার ইচ্ছে হলে তবেই আমি সোশ্যাল মিডিয়ায় আসতাম, বেছে বেছে কিছু পোস্ট করতাম। তবে, আমি অনুভব করেছি যে আমার সিদ্ধান্ত আমার দর্শকদের জানানো গুরুত্বপূর্ণ।’
বিক্রান্ত শেয়ার করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাঁর ছবি ‘সবরমতি রিপোর্ট’ দেখেছিলেন, এটা তাঁর অনেক বড় প্রাপ্তি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গত এক দশকে কোনও ছবি দেখেননি। কিন্তু তিনি একমাত্র আমার ছবি দেখেছিলেন। এটা আমার জন্য কত বড় বিষয় তা আমি বলে বোঝাতে পারব না। এটা আমার ক্যারিয়ারের একটা উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।’
আরও পড়ুন: বাংলাদেশের ছবিতে তাঁর জায়গা নিলেন শ্রীলেখা? 'একেবারেই সঠিক নয়’ চটলেন ঋতুপর্ণা
বিক্রান্ত আরও জানান যে, তাঁর ছেলের জন্ম তাঁর দৃষ্টিভঙ্গির উপর গভীর ভাবে প্রভাব ফেলেছিল। তাঁর কথায়, ‘আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার ছেলে বা আমার স্ত্রীর সঙ্গে কোয়ালিটি টাইমও কাটাতে পারছিলাম না। একজন অভিনেতা, স্বামী, ছেলে এবং বাবা হিসাবে আমার ভূমিকাগুলিকে থামানো এবং প্রতিফলিত করা আমার জন্য আমার এই সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য হয়ে পড়েছিল। আমার জীবনে ভারসাম্য খুঁজে পাওয়ার জন্য এই সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল।’
অভিনেতা একজন শিল্পী হিসাবে তার নৈপুণ্যকে সম্মান করার দিকে মনোনিবেশ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ‘পেশাগত ভাবে আমার যা আছে তা অর্জন করার পরে, আমি একজন অভিনেতা হিসাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
কাজের সূত্রে, এরপর শানায়া কাপুরের বিপরীতে 'আঁখো কি গুস্তাখিয়ান'- এ দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে।