সোমবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় হইচই। অভিনেত্রী বিক্রান্ত ম্যাসি অভিনয় জগতকে চিরবিদায় জানিয়েছেন, এই খবরে মাথায় আকাশ ভেঙে পড়ে ভক্তদের। বিক্রান্তের কেরিয়ার বেশ লম্বা। তবে হালে ‘টুয়েলভথ ফেল’, কিংবা ‘সবরমতী রিপোর্ট’-এর জেরে চর্চায় উঠে এসেছেন নায়ক। মাত্র ৩৭ বছর বয়সেই তাঁর অবসর গ্রহণের সিদ্ধান্তে হতবাক হয়ে যান সকলেই। আরও পড়ুন-অবসর নিয়েই মোদীর সাথে বসে দেখলেন সবরমতী রিপোর্ট, বিক্রান্তের ছবি দেখে আবেগঘন প্রধানমন্ত্রী
বিক্রান্ত ম্যাসি ভক্তদের তো রীতিমতো মাথায় হাত পড়েছিল। সোমবার সন্ধ্যায় মোদীর সঙ্গে সবরমতী রিপোর্টের স্পেশ্যাল স্ক্রিনিংয়ে যোগ দিয়েও অবসর সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান বিক্রান্ত। তবে মঙ্গলে অবসর সংক্রান্ত মন্তব্য বিস্ফোরক দাবি অভিনেতার। তিনি বলেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। পাকাপাকিভাবে অভিনয়কে বিদায় জানাচ্ছেন না তিনি। বরং ইন্ডাস্ট্রি থেকে সাময়িক বিরতি নেওয়াই তাঁর উদ্দেশ্য।
নিউজ 18 সঙ্গে কথোপকথনে সোমবার ভাইরাল হওয়া 'অবসর' পোস্ট নিয়ে নীরবতা ভাঙলেন বিক্রান্ত। তিনি জানিয়েছেন, অভিনয় জগৎ থেকে অবসর নেওয়ার কোনও ইচ্ছা তাঁর নেই। তবে এই মুহূর্তে ব্যক্তিগত জীবনেই ফোকাস করতে চান। তিনি বলেন, ‘আমি অবসর নিচ্ছি না… লম্বা বিরতি দরকার। পরিবারকে মিস করছি, স্বাস্থ্যও ভেঙে পড়েছে ... লোকে এটাকে (সোশ্যাল মিডিয়া পোস্ট) ভুল বুঝেছে’।
সোমবার সন্ধ্যায় সংসদের বালাযোগী অডিটোরিয়ামে তাঁর নতুন ছবি 'দ্য সবরমতী রিপোর্ট'-এর বিশেষ প্রদর্শনীতে হাজির ছিলেন বিক্রান্ত। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সাংসদদের সঙ্গে ছবিটি দেখেন অভিনেতা। প্রধানমন্ত্রী গোটা টিমের ভূয়সী প্রশংসাও করেন। তাতে আপ্লুত বিক্রান্ত। সেই নিয়ে কথা বললেও অবসর প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন।সাংবাদিকরা তাঁকে তাঁর ইনস্টাগ্রাম পোস্ট সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি কোনও উত্তর না দিয়েই চলে যান।
বিক্রান্তের ‘অবসর’ পোস্ট
সোমবার, বিক্রান্ত ইনস্টাগ্রামে ২০২৫ সালের পর অভিনয় থেকে বিরতির কথা ঘোষণা করেছিলেন। সেখানে লেখা ছিল, ‘হ্যালো….বিগত কিছু বছর দুর্দান্ত কেটেছে। আপনাদের এত সাপোর্টের জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই তাই। কিন্তু আমি জীবনে এগোতে গিয়ে বুঝেছি এবার নতুন করে শুরু করার পালা এসেছে এবং বাড়ি ফেরারও। স্বামী হিসেবে, বাবা হিসেবে, ছেলে হিসেবে। এবং অবশ্যই একজন অভিনেতা হিসেবে। তাই আগামী ২০২৫ সালে আমাদের একে অন্যের সঙ্গে শেষবার দেখা হবে। আবার যতদিন না সঠিক সময় মনে হচ্ছে। শেষ দুটো ছবি আর অনেক বছরের স্মৃতি। সবাইকে ধন্যবাদ সব কিছুর জন্য। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব।’