টুয়েলভথ ফেল, সবরমতী রিপোর্টের মতো সাড়া জাগানো ছবিতে কাজ করার আচমকাই অভিনয় দুনিয়াকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন বিক্রান্ত মাসে। মাত্র ৩৭-এ বিক্রান্তের স্বেচ্ছা অবসরে হতবাক অনুরাগীরা। সকলের একটাই প্রশ্ন হঠাৎ কী এমন হল?
একদিকে যখন বিক্রান্তের স্বেচ্ছা অবসর নিয়ে নানা মুনির নানা মত উঠে আসছে, ঠিক তখনই পার্লামেন্টে আয়োজিত বিশেষ স্ক্রিনিংয়ে দ্য সবরমতী রিপোর্ট দেখলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রী এই ছবি দেখায় বেজায় খুশি বিক্রান্ত।
সোমবার সন্ধ্যায় সংসদের বালাযোগী অডিটোরিয়ামে তাঁর নতুন ছবি 'দ্য সবরমতী রিপোর্ট'-এর স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন বিক্রান্ত নিজেও। অভিনয় ছাড়ার ঘোষণার পর এটিই ছিল তাঁর প্রথম জনসমক্ষে আসা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাংসদদের সঙ্গে এই ছবি দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। যদিও সাংবাদিকরা তাঁকে তাঁর ইনস্টাগ্রাম পোস্ট সম্পর্কে জিগ্গেস করলে তিনি কোনও উত্তর না দিয়েই চলে যান। বিক্রান্তের হয়ে তাঁর সহ-অভিনেতা রাশি খান্না ছবিটি সম্পর্কে কথা বলার দায়িত্ব নেন।
আরও পড়ুন-বোটক্স নিয়ে ভয়ানক অভিজ্ঞতা, ছবি মিত্তল বলছেন, ‘১ বছর আমার মুখের একদিক প্যারালাইজড ছিল’
আরও পড়ুন-মর্মান্তিক! সৈকতে বসে যোগা করছিলেন, ঢেউ এসে টেনে নিয়ে গেল, তলিয়ে গেলেন অভিনেত্রী
বিক্রান্ত সংবাদসংস্থা ANI-কে বলেন, 'আমি প্রধানমন্ত্রী, সব ক্যাবিনেট মন্ত্রী, অনেক সাংসদদের সঙ্গে ছবিটি দেখেছি। এটা আমার জীবনের একটা বিশেষ অভিজ্ঞতা ছিল। আমি এই আনন্দ ভাষায় পুরোপুরি প্রকাশ করতে পারছি না। কারণ আমি খুব খুশি ... এটাই আমার ক্যারিয়ারের সর্বোচ্চ মুহূর্ত, খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সিনেমা দেখার সুযোগ হয়েছে। সংসদে ছবিটি দেখে খুশি বিক্রান্তের সহ অভিনেত্রী রাশি খান্না।
প্রসঙ্গত, রবিবার মধ্যরাতে আচমকাই সকলকে চমকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিক্রান্ত লেখেন, ‘গত কয়েক বছর অসাধারণ কেটেছে। আমি আপনাদের প্রত্যেককে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু যত এগোচ্ছি, ততই বুঝতে পারছি, স্বামী, বাবা, ছেলে এবং অভিনেতা হিসেবে নতুন করে বাড়ি ফেরার সময় এসেছে।’
তিনি আরও বলেন, ‘২০২৫ সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব, যতক্ষণ না সময় সঠিক মনে হয়। শেষ দুটো সিনেমা আর বহু বছরের স্মৃতি। আপনাদের আবারও ধন্যবাদ সবকিছুর জন্য।’