বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা বিক্রান্ত মেসি। বিক্রান্ত এমন একজন অভিনেতা যিনি সব সময় অন্য ধাঁচের সিনেমা করতেই স্বচ্ছন্দ বোধ করেন। বিক্রান্তের আসন্ন সিনেমা ‘দ্যা সবরমতি রিপোর্ট’, একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এই সিনেমায় দেখানো ট্রেন পুড়ে যাওয়ার ঘটনাকে তিনি ৯/১১ ঘটনার সঙ্গে তুলনা করলেন।
বিক্রান্ত দ্যা সবরমতি রিপোর্টে একজন হিন্দি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন। বিক্রান্ত বলেন, গোধরায় সবরমতি ট্রেন পুড়ে যাওয়ার ঘটনাটির সঙ্গে অনেক মিল রয়েছে ৯/১১ ঘটনার। ২০০১ সালে আল কায়দা দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর যে আক্রমণ হয়েছিল, ঠিক তেমনই ঘটনা ঘটেছিল সবরমতি ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রেও।
(আরও পড়ুন: সোহেলের সঙ্গে বিচ্ছেদের ফলে সমস্যায় পড়েছে ছেলে! অকপট সীমা)
সবরমতি এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাটির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সবরমতি রিপোর্ট। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি। গুজরাটের গোধরা রেলওয়ে স্টেশনের কাছে সবরমতি এক্সপ্রেসের S6 কোচে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই সিনেমায় একজন হিন্দি সাংবাদিককে ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত, যিনি গোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে সত্য ঘটনাটিকে সামনে আনার চেষ্টা করেন।
গত বুধবার মুম্বাইতে সিনেমাটির ট্রেলার লঞ্চের সময় বিক্রান্ত বলেন, সবরমতি এক্সপ্রেসের ঘটনাটিকে ভারতের ৯/১১ বললে খুব ভুল বলা হবে না। অনেকেই সবরমতি এক্সপ্রেস দুর্ঘটনার আসল ঘটনা জানেন না। বক্স অফিসে টাকা উপার্জন করার জন্য নয়, বরং একটি সত্য ঘটনা সকলের সামনে তুলে ধরার জন্য এই সিনেমাটি তৈরি করা হয়েছে।
(আরও পড়ুন: শাহরুখ নয়, দিল সে ছবিতে মরার কথা ছিল মনীষার! শেষ মুহূর্তে কেন বদলায় স্ক্রিপ্ট?)
প্রসঙ্গত, বালাজি মোশন পিকচার্স, বালাজি টেলিফিল্মস লিমিটেডের অধীনে তৈরি হওয়া এই সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করছেন বিভ্রান্ত মেসি, রাশি খান্না এবং রিধি ডোগরা। সিনেমাটি পরিচালনা করছেন ধীরাজ সারনা। সিনেমাটির প্রযোজনা করছেন শোভা কাপুর, একতা কাপুর, অমুল ভি মোহন এবং আনশ। সিনেমাটি আগামী ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।