নাম বিক্রান্ত মাসে, নিজের অভিনয় দক্ষতার কারণে এই মুহূর্তে বলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেতা তিনি। তবে কিছুদিন আগেই 'করওয়া চৌথ'-এর দিন স্ত্রী শীতল ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করে আলোচনায় উঠে আসেন বিক্রান্ত। কেউ বিক্রান্তের কাণ্ডে তাঁর প্রশংসায় ভরিয়েছেন, কেউ আবার বিষয়টা 'অতিরিক্ত বাড়াবাড়ি' বলে কটাক্ষ করতেও ছাড়েননি। অবশেষে এই বিষয়টি নিয়েই মুখ খুললেন বিক্রান্ত মাসে।
যদিও করওয়া চৌথ উদযাপনের মোট ৬টি ছবি পোস্ট করেছিলেন বিক্রান্ত। যার শুরুতেই ছিল চাঁদ দেখে এবং চালুনিতে রাখা প্রদীপের আলোয় স্বামীর মুখ দেখে শীতল ঠাকুরের ব্রত ভাঙার ছবি। বিক্রান্ত জল খাইয়ে স্ত্রীর ব্রত ভাঙার পরই শীতলকে বিক্রান্তের পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায়। পাল্টা বউ-এর পা ছুঁয়ে প্রণাম করেন বিক্রান্তও। আর চর্চায় উঠে আসে সেই ছবিটিই, নিমেষে ভাইরালও হয়।
বিক্রান্ত এবিষয়ে বলেন, ‘অনেকেই আমার প্রশংসা করেছেন। কেউ কেউ আবার খারাপ কথাও বলেছেন। তবে আমি তো এতে কোনও সমস্যাই দেখি না। ও তো আমার বাড়ির লক্ষ্মী। বাড়ির লক্ষ্মীর পায়ে হাত দেওয়াটা কি ভুল! ১০ বছর আগে ও আমার জীবনে আসার পর থেকে আমার সবকিছু ভালোই হয়েছে। আর আমার মনে হয়, আপনি যদি বাড়িতে শান্তি চান, তাহলে সবসময়ই বউ-এর পা ছুঁয়ে প্রণাম করুন।’
আরও পড়ুন-বিশেষ বিবাহ আইনে সেরেছিলেন বিয়ে, জন্মের পর মেয়ের কী নাম রাখলেন রিচা চাড্ডা-আলি ফজল?
বিক্রান্ত-শীতল
প্রসঙ্গত বেশ কয়েক বছর ধরে ডেট করার পর, ২০২২-এর ১৪ ফেব্রুয়ারি বিক্রান্ত ও শীতল সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতপাকে বাঁধা পড়েন। ১৮ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশেও একটা বিয়ের অনুষ্ঠান হয় তাঁদের। ঐতিহ্যবাহী অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন। চলতি বছরের ফেব্রুয়ারিতেই বিক্রান্ত-শীতলের জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান। গত ৭ ফেব্রুয়ারি পুত্র সন্তান বাবা-মা হন তাঁরা। ছেলের নাম রাখেন বরদান।
এদিকে কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই 'সবরমতি রিপোর্ট' ছবিতে দেখা যাবে বিক্রান্ত মাসেকে। ১৫ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। ২০০২ সালে গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনাকে বিষয়বস্তু করে তৈরি হয়েছে ছবিটি। সম্প্রতি এই ছবির কারণে খুনের হুমকিও পেয়েছেন অভিনেতা বিক্রান্ত মাসে।