'টুইয়েলভ ফেল'-এর পর থেকেই নিত্যদিনই শিরোনামে থাকেন অভিনেতা বিক্রান্ত মাসে। খুব শীঘ্রই ‘দ্য সবরমতি রিপোর্ট’-এ দেখা যাবে বিক্রান্তকে। আবার ধর্মগুরু রবিশঙ্করের বায়োপিকেও অভিনয় করতে চলেছেন বিক্রান্ত। সম্প্রতি ধর্ম নিয়ে এক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা। কেউ কেউ কটাক্ষ করে বলেছেন, ‘দ্য সবরমতী রিপোর্ট মুক্তি পাবে, তাই বিক্রান্ত বিজেপি সমর্থক হয়ে গিয়েছেন।’
আর এবার তাঁর নামের সঙ্গে 'বিজেপির বন্ধু' তকমা জোটায় মুখ খুললেন বিক্রান্ত মাসে। এক সাক্ষাৎকারে নিজের দেশ নিয়ে অভিনেতার মন্তব্য করেন ‘ভারতের মতো বাসযোগ্য দেশ আর পৃথিবীতে কোথাও নেই।’
ঠিক কী বলেছেন বিক্রান্ত মাসে?
সাক্ষাৎকারে বিক্রান্ত বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুরই পরিবর্তন হয়। মানুষও বদলে যায়। আমিও বদলেছি, আমার ভাবনা বদলেছে বিগত বেশ কয়েকবছরে। আগামী ১০ বছরে হয়তবা আমার ভাবনা আরও বদলে যাবে। পরিবর্তনই তো স্বাভাবিক ধর্ম। তবে আমি এখনও ধর্মনিরপেক্ষতার প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ।’
আরও পড়ুন-ঝিকিমিকি আলোয় কৌশানির 'ডাকাতিয়া বাঁশি'তে চন্দননগরের মণ্ডপে চলছে নাচ, শিবপ্রসাদ লিখলেন…
আরও পড়ুন-'লোকে দেখবে আর জ্বলবে…', অভিষেকের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন! আগুনে ঘি ঢাললেন নিমরত
বিক্রান্তের কথায়, ‘আমি অনেক স্বল্প বাজেটের ছবিতে অভিনয় করি। আর ছবির প্রচারের স্বার্থে আমি উত্তরপ্রদেশ, বিহার সহ বিভিন্ন রাজ্য, বহু গ্রামীণ এলাকায় ঘুরেছি। হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলেছি। আর তাতেই বুঝেছি, চারিদিকে যতটা গুরুতর সমস্যা রয়েছে বলে তাঁর আগে যেমন মনে হত, আসলে বিষয়টা ততটাও খারাপ নয়। কত লোক বলে এদেশে নাকি হিন্দুরা সংকটে, কই আমার তো সেটা মনে হয় না। আবার কেউ বলেন এদেশে মুসলিমরা সংকটে। সেটাও কই দেখিনা। আদপে কোথাও কেউ বিপদে নেই। যেযার নিজের মতো করে ভালো আছেন। আমার এখন মনে হয়, ভারতই সুন্দরভাবে বসবাস করার উপযুক্ত জায়গা। আপনি একবার ইউরোপ, আমেরিকা, ফ্রান্সে যান, দেখবেন ওখানে কী কী চলছে…।’
বিক্রান্তের কথায়, ‘আমাদের উপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। এমনকি আমিও সম্মানিত হয়েছি। আমাকেও শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল। আমার ছবি সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের দেখানো হয়েছে। কই আমি গিয়ে তো বলিনি, টুয়েলভ ফেল দেখাতে। ওরা দেখিয়েছেন দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে।’
বিক্রান্ত মাসের সাফ কথা, ‘আমার DNA-তে এখনও বৈচিত্রের মধ্যে ঐক্য। আমার নিজের বাবা-মা ভিন ধর্মে বিয়ে করেছেন। আমিও তাই করেছি। নিজের ভাই অন্য ধর্ম গ্রহণ করেছেন। তাহলে এর থেকে বেশি ধর্ম-নিরপেক্ষ মানুষ কে হতে পারে!’
প্রসঙ্গত বিক্রান্ত মাসের মা শিখ, বাবা ক্রিশ্চান, ভাই মুসলিম।