বাংলা নিউজ > বায়োস্কোপ > 'মাটিতে লুটিয়ে পড়ে কাঁপতে থাকে…' ছোটবেলায় একটি ছেলেকে প্রায় মারতে বসেছিলেন বিক্রান্ত! যা বললেন নায়ক

'মাটিতে লুটিয়ে পড়ে কাঁপতে থাকে…' ছোটবেলায় একটি ছেলেকে প্রায় মারতে বসেছিলেন বিক্রান্ত! যা বললেন নায়ক

বিক্রান্ত ম্যাসি

বিক্রান্ত ম্যাসি 'ফির আয়ি হাসিন দিলরুবা' ছবির মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে তিনি ছবির প্রচার নিয়ে ব্যস্ত। সে রকমই এক প্রচার মূলক সাক্ষাৎকারে অভিনেতা জানান, স্কুলে একদিন তিনি একটি ছেলেকে ঘুষি মেরে ছিলেন, তাতে প্রায় ছেলেটি মারা যাওয়ার উপক্রম হয়েছিল। 

বিক্রান্ত ম্যাসি 'ফির আয়ি হাসিন দিলরুবা' ছবির মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে তিনি ছবির প্রচার নিয়ে ব্যস্ত। সে রকমই এক প্রচার মূলক সাক্ষাৎকারে অভিনেতাকে প্রখর প্রবচন পডকাস্টের একটি পর্বে দেখা গিয়েছে। সেখানে তিনি এই ছবিতে যে চরিত্রে অভিনয় করেছেন সেই সম্পর্কে নানা কথা বলেছিলেন। সেই প্রসঙ্গে কথা বলতে বলতেই অভিনেতা তাঁর স্কুল জীবনের একটি ঘটনার কথা উল্লেখ করেন। অভিনেতা জানান, স্কুলে একদিন তিনি একটি ছেলেকে ঘুষি মেরে ছিলেন, তাতে প্রায় ছেলেটি মারা যাওয়ার উপক্রম হয়েছিল।

ছবিতে তার চরিত্র রিশু সম্পর্কে কথা বলতে গিয়ে, বিক্রান্ত জানান যে গল্পে দেখানো হবে সে স্বেচ্ছায় নয় বরং পরিস্থিতির চাপে রিশু হিংসার পথ বেছে নিয়েছে। এই বিষয়ে কথা বলার সময়, তিনি তাঁর ব্যক্তিগত জীবনের একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, 'আমার নিজের জীবনেও এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল। আমি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলাম যে ক্যারাটে, তাইকোণ্ডু করেছিলাম। একদিন স্কুলে একটি ছেলেকে আমি রেগে গিয়ে ঘুসি মেরেছিলাম। ছেলেটার ম্যডিক্যাল ব্যাকগ্রাউণ্ড সমন্ধে কিছুই জানতাম না। ওঁর যে মৃগী আছে, তাও জানা ছিল না আমার। ওঁকে মারার পরই দেখি সে মাটিতে লুটিয়ে পড়ে কাঁপতে থাকে। ওঁর দাদা আসে আমাকে মারে। আর এই পুরো ঘটনাটা ঘটেছিল মাত্র কয়েক সেকেণ্ডে। তখন আমি আমার শরীরে যন্ত্রণা কী অনুভব করব, তখন তো আমি ভয়েই পাগল হয়ে যাচ্ছি আর ভাবছি ছেলেটি মারা না যায়।'

আরও পড়ুন: হইচই ফেলে দিয়েছেন অপর্ণা-অঞ্জন জুটি! নেপথ্যে রয়েছেন পরমব্রত! কীভাবে?

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'এরপর আমি ক্যারাটে ছেড়েদি, শুধু তাই নয় ওই ধরনের সব কিছু করা ছেড়ে দিয়েছিলাম। সেই সময় আমার মনে হয়েছিল, আমি কাউকে হত্যাও করতে পারি। আর এই মারপিটে ভালো হয় না। কারণ এর পর সেই তো আমাকেও মার খেয়েই বাড়ি ফিরতে হয়েছিল। সেই ঘটনার প্রভাব আমার ওপর এমন ভাবে পড়েছিল যে, আমি তারপর থেকে কখনও কারুর গায়ে হাত তোলার সাহস পাইনি, সত্যি বলতে মনেও হয়নি তেমনটা করার কথা।'

আরও পড়ুন: ‘আয়না দেখে মনে হচ্ছিল, একটা অন্য মনামীকে দেখছি’, জানালেন পদাতিকের গীতা সেন

বিক্রান্তের 'ফির আয়ি হাসিন দিলরুবা'-এর গল্প লিখেছেন কণিকা ধিলোন এবং পরিচালনা করেছেন জয়প্রদ দেশাই। ছবিরতে তাঁর বিপরীতে মুখ্য ভূমিকায় রয়েছেন তাপসী পান্নু। এছাড়াও সানি কৌশলও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। ছবিটি চলতি বছরের ৯ অগস্ট নেটফিক্সে মুক্তি পাবে।

বায়োস্কোপ খবর

Latest News

পাহাড়ের তিন পুরসভার নির্বাচন নিয়ে জোর প্রস্তুতি শুরু, উদ্যোগ নিল রাজ্য সরকার বদন বিগড়ে গেছে, মৌসুমীকে নিয়ে অশালীন দেবাংশু,‘নির্লজ্জ পুরুষ’ বলে তোপ সুদীপ্তার লরি এসে মারে ধাক্কা, একটুর জন্য প্রাণে বাঁচলেন মধুমিতা সরকার, কেমন আছেন নায়িকা? বিশ্বকর্মা কি কোনও দেবতা? নাকি এটি দেবতাদের উপাধি! তাহলে আসল দেবতাটি কে প্যারালিম্পিয়ান প্রমোদ ভগতের গাড়ি জব্দ করল পুলিশ! বিপদে তারকা অ্যাথলিট জ্যোতিষও একটা বিজ্ঞান, বিশ্বাস আছে, বলছেন মিঠুন, দেবশ্রীর কথা উঠতেই বললেন… পণের দাবি না মেটায় স্ত্রীকে খুন করল স্বামী, বাপেরবাড়ি থেকে নিয়ে এসে অত্যাচার চার হজম করে রাতে ঘুমতেই পারলেন না- বাবরের প্রশংসা করে প্রশ্নের মুখে দাহানি Hrithik-Saba: হৃতিকের পাশে দাঁড়িয়ে গণেশ বিসর্জনের সময় আরতি করলেন সাবা! কপাল খারাপ কাকে বলে…নিজের দোষেই রানআউট যশ দুবে! উপস্থিত বুদ্ধি দেখালেন মুলানি…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.