অবশেষে সর্বসমক্ষে ছেলেকে নিয়ে এলেন অভিনেতা বিক্রান্ত মাসে। ছেলে বরদানের প্রথম জন্মদিনেই তাকে সকলের সামনে নিয়ে এলেন অভিনেতা। গত ৭ ফেব্রুয়ারি ১ বছর সম্পূর্ণ হল বিক্রান্ত পুত্রের। জন্মদিন উপলক্ষেই ছেলেকে সকলের সঙ্গে পরিচয় করালেন বিক্রান্ত।
ছেলের জন্মদিনে একটি ক্লাসিক ব্লু বয় থিম ক্রিয়েট করেছিলেন অভিনেতা। ছোট্ট বরদান পরেছিল একটি সাদা রঙের শার্ট, বাদামি রঙের হাফ প্যান্ট, বাদামি রঙের মোজা এবং জুতো। বাবার কোলে ক্যামেরার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল ছোট্ট বরদান।
আরও পড়ুন: ‘তোমার সঙ্গে চিরকাল..’, বিবাহবার্ষিকীতে নম্রতার উদ্দেশ্যে আদুরে পোস্ট মহেশ বাবুর
ছেলের সঙ্গে ম্যাচিং করে ব্লেজার পরেছিলেন বিক্রান্ত। ছেলেকে কোলে নিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেতা। পাশে অবশ্যই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন শীতল। শীতলও স্বামী সন্তানের সঙ্গে ম্যাচিং করে একটি গাউন পরেছিলেন।
ছেলের সঙ্গে ছবি পোস্ট করে বিক্রান্ত লেখেন, শীতলকে নিয়ে এক অনবদ্য যাত্রা। অভিভাবকত্বের এক বছর সম্পূর্ণ। বরদানের থেকে বড় বরদান আর কিছু হতে পারে না।
তবে শুধু ছেলেকে কোলে নিয়ে ছবি নয়, সুযোগ পেয়ে স্বামী স্ত্রী আলাদা করে ফটো সেশন করে নেন। স্ত্রীকে বগলদাবা করে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন বিক্রান্ত। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই কমেন্টের বন্যা বয়ে যায়।
বিক্রান্তের পোষ্টের কমেন্ট বক্সে অভিনেতা নকুল মেহেতা লেখেন, হ্যালো কিউট। এশা গুপ্তা একগুচ্ছ লাল গোলাপ এবং দুষ্টু চোখের ইমোজি পোস্ট করে ছোট্ট বরদানকে ভালোবাসা জানান।
কুনাল ঠাকুর কমেন্ট বক্সে লেখেন, আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ। রিয়া মালিক লেখেন, ওকে আশীর্বাদ করুন। অনেক বড় হও।
প্রসঙ্গত, ‘ব্রোকেন বাট বিউটিফুল’ সিনেমায় একসঙ্গে কাজ করার সুবাদে শীতল ঠাকুরের সঙ্গে দেখা হয় বিক্রান্ত মাসের। ২০১৫ সাল থেকে একে অপরের সঙ্গে ডেটিং শুরু করেন তাঁরা। ২০২২ সালে একসঙ্গে পথ চলা শুরু করেন এই তারকা দম্পতি এবং ২০২৪ সালে পুত্র সন্তানের জন্ম দেন শীতল।
আরও পড়ুন: রণজয়ের সঙ্গে ওয়াইন তৈরি উৎসবে শ্যামৌপ্তি, হাতে হাতে ধরে পিষলেন আঙুর
উল্লেখ্য, ‘12th fail’ সিনেমায় অসামান্য অভিনয় করে সকলের মন জয় করেছিলেন বিক্রান্ত। সর্বশেষ অভিনয় করেছেন ‘দ্যা সবরমতি রিপোর্ট’ নামক একটি সিনেমায়। আপাতত তিনি কর্মবিরতি নিয়েছেন বলে ঘোষণা করেছেন।