বিক্রান্ত মাসেকে আগামীতে দেখা যাবে ২০০২ সালের গোধরা দাঙ্গার উপর ভিত্তি করে সিনেমা সবরমতী রিপোর্টে। শুভঙ্কর মিশ্রের পডকাস্টে এসে অভিনেতাকে বলতে শোনা গেল, কীভাবে সর্বধর্মের পাঠ শিখে বড় হয়েছেন তিনি। ভিন ধর্মে বিয়ে করেছিলেন তাঁর মা আর বাবা। মা শিখ আর বাবা খ্রিস্টান। অন্য দিকে, বিক্রান্তের ভাই গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম। আর বিক্রান্ত বিয়ে করেছেন শীতল ঠাকুরকে, যিনি হিন্দু।
সর্বধর্ম সমন্বয়ের পাঠ পড়ালেন বিক্রান্ত:
অভিনেতাকে বলতে শোনা গেল, ‘আমার ভাই দীপাবলি উপলক্ষে লক্ষ্মীপুজো করে। ধর্মান্তরিত হওয়া ওর ব্যক্তিগত পছন্দ। তবে আমরা এখানে দিওয়ালি এবং হোলি একসঙ্গে উদযাপন করি। ইদ উপলক্ষে আমরা তার (ভাইয়ের) বাড়িতে গিয়ে বিরিয়ানি খেয়ে, তা উদযাপন করি।’
আরও পড়ুন: স্লট বদলের ঘোষণা বদলাল নিম ফুলের কপাল? টিআরপি টপার ফুলকি, ২ নম্বরে এই মেগা
‘আমার বাবা ৬ বার জম্মু ও কাশ্মীরের কাটরায় অবস্থিত বৈষ্ণোদেবী মন্দিরে গিয়েছেন। তিনি একজন খ্রিস্টান এবং এখনও সপ্তাহে দু'বার গির্জায় যান। আমাদের ভারত বরাবরই এমন ছিল। আপনি এমন খ্রিস্টান পাবেন যাদের নাম রাহুল, রোহিত ইত্যাদি। আমরা নিজেরা গুরুদ্বারে যাই এবং অনেক হিন্দু আজমির শরীফ দরগায় (রাজস্থানে অবস্থিত) যায়। এটাই আমাদের হিন্দুস্তান। এত অবাক হওয়ার কী আছে? আমার বাড়িতে একটা মন্দির আছে। আমার ছেলের নাম বর্দান। এটাই আমাদের দেশ।’, আরও বলেন বিক্রান্ত।
সবরমতী রিপোর্ট সিনেমা সম্পর্কে
সবরমতী রিপোর্ট পরিচালনা করেছেন ধীরজ সারনা এবং প্রযোজনা করেছেন শোভা কাপুর এবং একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স, আমুল ভি মোহন এবং অংশুল মোহন। ছবিতে রাশি খান্না এবং ঋদ্ধি ডোগরাও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন: ‘এর বর কে, সারাক্ষণ তো থাকে…’! রয়েছে এক মেয়ে, বেবিবাম্পে ছবি দিয়ে কটাক্ষে মানসী
ট্রেলার লঞ্চের সময় বিক্রান্ত সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমি হুমকি পাচ্ছি। কিন্তু আমি যেমন বলেছি, কিন্তু বরাবর যেমন বলে এসেছি, আমরা শিল্পী আমরা গল্প বলি। এই চলচ্চিত্রটি সম্পূর্ণরূপে তথ্য অবলম্বনে নির্মিত। এটি এমন কিছু আমরা গোটা টিম তুলে ধরার চেষ্টা করেছি। আমি মনে করি আমরা এটি যেভাবে হওয়া উচিত সেভাবেই তুলে ধরেছি।’
ছবিতে বিক্রান্ত একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন, যিনি ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরায় সবরমতী এক্সপ্রেস পোড়ানোর ঘটনার সত্যতা অনুসন্ধান করেন। সবরমতী রিপোর্ট এই শুক্রবার ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।