অনেকের মনে রামায়ণের ‘হনুমান’ হিসেবে গেঁথে রয়েছে দারা সিংয়ের ছবি। রামানন্দ সাগরের বিখ্যাত রামায়ণে ‘হনুমান’-এর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দারা সিংকে। রামায়ণে তাঁর এই চরিত্রে আজও তিনি ভক্তদের কাছে জীবন্ত হয়ে রয়েছেন। আর এবার বাবার পদাঙ্ক অনুসরণ করে তাঁর ছেলে বিন্দু দারা সিংও ধরা দিয়েছেন 'হনুমান'-এর চরিত্রে। তবে এই চরিত্র করতে গিয়ে তাঁকে ছাড়তে হয়েছে আমিষ, এবার সেই নিয়েই মুখ খুললেন অভিনেতা।
বিন্দু দারা সিংকে টিভি শো 'জয় বীর হনুমান'-এ হনুমান চরিত্রে দেখা যাচ্ছে। বাবার জুতোয় পা গলিয়েছেন তিনি। বিন্দু শেয়ার করেছেন যে, যদিও তাঁর বাবা সব সময় তাঁর সন্তানরা যা চেয়েছেন তাই করতে দিয়েছেন। কিন্তু ‘হনুমান’ -এর ভূমিকায় অভিনয় করার জন্য তিনি ছেলে বিন্দুকে কঠোর নিয়মে বেঁধেছিলেন।
যখন দারা সিং জানতে পারেন যে, বিন্দু টিভিতে 'হনুমান'-এ চরিত্রে অভিনয় করবেন, তখন তিনি তাঁর ছেলেকে আমিষ খাবার ত্যাগ -সহ বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন। ইউটিউব চ্যানেল জাস্ট বাতকে দেওয়া এক সাক্ষাৎকারে বিন্দু জানিয়েছেন যে, তাঁর বাবা তাকে বলেছিলেন, ‘হনুমান হতে গেলে কঠোর নিয়ম মানতে হবে।’ তিনি বিন্দুকে সঠিক নিয়ম মেনে স্নান করা, প্রার্থনা করা পাশাপাশি আমিষ খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন। তাঁর মতে যে দিনগুলিতে তিনি 'হনুমান' হয়ে পর্দায় ধরা দেবেন সেই দিনগুলোতে যেন বিন্দু এই নিয়মগুলি যথাযথ ভাবে পালন করেন। তিনি সতর্ক করেছিলেন যে, যদি এই নির্দেশিকাগুলি অনুসরণ না করা হয়, হনুমান জি তাঁকে এমনভাবে শাস্তি দেবেন যা সে কখনওই ভুলতে পারবেন না।
আরও পড়ুন: ডাকাতির আগের রাতে কোথায়-কাদের সঙ্গে ছিলেন সইফ পত্নী করিনা? জানলে অবাক হবেন
বিন্দু ‘হনুমান’-এর চরিত্রে কাজ করা নিয়ে তাঁর অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন যে, কীভাবে পোশাক এবং সংলাপ তাঁকে শক্তিতে পূর্ণ করেছিল। তিনি উল্লেখ করেছেন যে, এই শক্তিশালী সংযোগটি কেবল তাঁর নিজের ছিল না, কারণ তাঁর বাবাও এই চরিত্রটি এক সময় ফুটিয়ে তুলেছিলেন। তাঁর বাবাও নাকি এই একই অনুভূতি হয়েছিল।
তিনি উল্লেখ করেছেন যে রামায়ণ শেষ হওয়ার কয়েক বছর পরেও, দারা সিং মাঝে মাঝে তাঁর ঘুমের মধ্যে হনুমানের সংলাপগুলি বলতেন। বিন্দু জানান, এই সময় তাঁর মা তাঁর বাবাকে জাগিয়ে তুলতেন, মজা করে বলতেন, ‘শোটি ১০ বছর আগে শেষ হয়ে গিয়েছে!’