সম্প্রতি অভিনেতা বীর দাস সোশ্যাল মিডিয়ায় নিজের এক অভিজ্ঞতা ভাগ করেছেন, যা থেকে বোঝা যায় কারোর প্রতি আপনার ভালোবাসা যদি প্রকৃত হয়, তাহলে একদিন না আপনার সঙ্গে তাঁর দেখা হবেই। এমন একটি ঘটনা ঘটলো বীর দাসের সঙ্গেও।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি কথোপকথনের স্ক্রীনশট শেয়ার করেছেন বীর, যেখানে দেখা যাচ্ছে এক ভক্ত লিখেছেন, আমি ভোদদরা থেকে আপনার এক ভক্ত। আপনার একটা শো দেখার ভীষণ ইচ্ছে ছিল আমার। কিন্তু দুর্ভাগ্যবশত এখন আমি উপার্জন করছি না তাই তা সম্ভব হলো না। আমার বাবাকে অনুরোধ করেছি কিন্তু অর্থের সমস্যা থাকার কারণে তিনি টাকা দিতে অস্বীকার করেন। আমি আগামিদিনে কানাডা যাবো এবং উপার্জনের শুরু করব, আশা করি তখন আপনার শোয়ে অংশগ্রহণ করতে পারব আমি।
আরও পড়ুন: মায়ের মতোই সুন্দরী! সদ্য যৌবনা শ্রীলেখা -কন্যার রূপে বুঁদ,কেন মেয়ের ছবি দেন না অভিনেত্রী?
এই বার্তা পাঠানোর ২ বছর পর ওই ফ্যান আরও একটি বার্তা পাঠান বীরকে যেখানে লেখা ছিল, আমি অবশেষে উপার্জন করতে শুরু করেছি। এবার টরেন্টো-এ আপনার অনুষ্ঠান যোগ দিতে পারব আমি। ওই ভক্তের এই বার্তা অবশেষে নজরে আসে বীর দাসের এবং তিনি সঙ্গে সঙ্গে সেটার স্ক্রিনশট তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন।
পোস্ট করে বীর লেখেন, আপনি যদি শো-এর আগে আমার বার্তা দেখেন তাহলে আপনাকে বলছি আমার দল আপনাকে ডিএম করেছে। আপনার টিকিট আমার কাছে আছে। আমি আপনাকে নিয়ে সত্যিই খুব গর্বিত। এটি পোস্ট করছি কারণ আমি চাই এই বার্তা আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাক। আপনি আমাকে দেখার জন্য দু'বছর অপেক্ষা করেছেন, আমি চাই আপনি এটি দেখুন।
অন্য একটি আপডেটে ফের বীর লেখেন, উনি আমার এই অফার প্রত্যাখ্যান করেছেন। বিনামূল্যে কোনও টিকিট উনি নিতে নারাজ। আমার সত্যি ভীষণ গর্ব হচ্ছে ওঁর জন্য। এরপর ওই ভক্তের সঙ্গে দেখা করেন বীর। কেক উপহার দেন তাঁকে। অন্যদিকে ওই মহিলা ভক্তও একটি ডায়রি উপহার দেন বীরকে।
আরও পড়ুন: ব্রাত্য অভিজিৎ,শাহরুখকে নিয়ে মাতামাতি ডুয়ার কনসার্টে! চটলেন গায়ক-পুত্র জয়
ওই মহিলা ভক্তের বাবা মায়ের প্রতি একটি বার্তা শেয়ার করে বীর লেখেন, আপনার বাবা-মার প্রতি আমার শ্রদ্ধা রইল। ওনারা আপনাকে একজন ভালো মানুষ হিসাবে তৈরি করতে পেরেছেন। প্রসঙ্গত, ওই মহিলা ভক্ত বর্তমানে সাইকোলজি নিয়ে টরেন্টোয় পড়াশোনা করছেন।