অভিনেতা বিরাজ ঘেলানি সম্প্রতি দ্য হ্যাভিং সেড দ্যাট শো তে একটি পডকাস্টের সময় শাহরুখ খান এবং নয়নতারা অভিনীত ‘জওয়ান’-এর সেটে শ্যুট চলার সময় তাঁর সঙ্গে কী হয়েছিল সেই সম্পর্কে মুখ খোলেন। নির্মাতা প্রকাশ করেছেন যে তাঁর অভিজ্ঞতা থেকে তাঁর যে সম্মান পাওয়া উচিত সেই আশানুরূপ সম্মান তিনি পাননি। একটি অনাকাঙ্ক্ষিত কাজের পরিবেশের বর্ণনা দেন তিনি। জানান যে, সেখানে তাঁকে অভদ্র আচরণের সম্মুখীন হতে হয়েছিল।
বিরাজ ঘেলানি সম্প্রতি পরিচালক অ্যাটলির সঙ্গে ‘জওয়ান’-এ কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করেতে গিয়ে সেই সেটে কাজের পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: বাবার কথায় সিদ্ধান্ত চতুর্বেদী ছাড়েন ‘ব্রহ্মাস্ত্র’র অফার? কারণ জানলে অবাক হবেন
শাহরুখ খান এবং সঞ্জয় দত্তের মতো বড় তারকাদের পাশে তিনি নিজেকে উপেক্ষিত বোধ করেছেন। তিনি একটি বিশেষ ঘটনা কথা বর্ণনা করেন, যেখানে বন্দুক সহ একজন পুলিশ হিসাবে তাঁর চরিত্রটি দেখানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাঁর হাত থেকে প্রপটি কেড়ে নেওয়া হয়েছিল। আর তারপর আর তাঁকে সেটি ফিরিয়ে দেওয়া হয়নি। তাঁকে একটি বিশ্রী পরিস্থিতির মধ্যে আটকে পড়তে হয়েছিল।
বিরাজ নিজের অসহায় বোধ করার কথা উল্লেখ করে জানিয়েছেন যে, তাঁর অনেক প্রচেষ্টা সত্ত্বেও তিনি কেবল একটি পার্শ্বচরিত্র হিসেবেই ছবিতে রয়ে গিয়েছেন। সেখানে তাঁকে আলাদা করে দেখা যায়নি। বলা ভালো তাঁকে আলাদা করে নজর কাড়তে দেওয়া হয়নি। তিনি মে মাসের তীব্র গরমের মধ্যে টানা দশ দিন কাজ করেছিলেন, কিন্তু ছবিতে শুধুমাত্র তাঁর কাজের প্রথম দিনের ফুটেজগুলি ব্যবহার করা হয়েছিল। তাঁর মতে, নির্মাতারা কেবল প্রায়শই কেবল ফেস ভ্যালুর উপর জোর দিয়ে কাস্ট করেন।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে সৌমিতৃষা, কনের সাজেও চোখমুখ ঘিরে চাপা টেনশন-ভয়, সেই ছবি এল সামনে
প্রসঙ্গত, ছবিতে শাহরুখ খান এবং নয়নতারা ছাড়াও সঞ্জয় দত্তকে একটি বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল। তাছাড়াও খলনায়কের চরিত্রে ছিলেন বিজয় সেথুপতি। ক্যামিও হলেও বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় নজর কেড়েছিলেন দীপিকা পাড়ুকোন। তাঁর উপস্থিতি ছাপিয়ে গিয়েছিল ছবির নায়িকা নয়নতারাকেও। গুঞ্জন ছিল, তা নিয়ে নাকি অসন্তোষ প্রকাশ করেছিলেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। তাঁকে ছবির প্রচারেও দেখা যায়নি। কিন্তু ছবি প্রচারে নজরকেড়ে ছিলেন শাহরুখ-দীপিকা জুটি। তাছাড়াও প্রিয়ামনি, সুনীল গ্রোভার, সান্যা মালহোত্রা এবং ঋদ্ধি ডোগরাকেও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। এই অ্যাকশন থ্রিলারে শাহরুখ খানকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। ২০২৩-এর সুপার হিটগুলির মধ্যে অন্যতম হল এই ছবিটি। বানিজ্যিক ভাবে যেমন দারুণ সাফল্য পেয়েছিল ছবিটি, গান এবং গল্পের জন্যও দর্শকদের মনজয় করে নিয়েছিল।