সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল কত কিছুই না জানা যায়! বিশেষ করে নতুন নতুন খাবারের দোকান, নতুন নতুন ধরনের খাবার যা এর আগে কস্মিনকালেও ভাবতে পারেনি। এই তো ব্লগারদের হাত ধরে নন্দিনী দি বা রাজু দা যেমন জনপ্রিয় হয়েছিলেন এবার লাইমলাইটে এলেন নিখিল দা! কী বিক্রি করেন তিনি?
সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন নিখিল দা
রাজু দা যেমন ৩০ টাকায় শিয়ালদহর কাছে তিনটি পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা বিক্রি করেন, তেমন ভাবেই এই নিখিল দা বিক্রি করে পকেট বিরিয়ানি পরোটা। তাও মাত্র ৩০ টাকাতেই! ভাবছেন পকেট বিরিয়ানি পরোটা আবার কি বস্তু?
আরও পড়ুন: সইফের বাড়ি না জেনেই সেখানে ঢুকে পড়েন আততায়ী! কোথা দিয়ে প্রবেশ করে, কী কী জানা গেল তদন্তে?
এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই ব্যক্তি বিরিয়ানির হাঁড়ির উপর বেশ কিছু পরোটা রেখেছেন। কেউ পকেট বিরিয়ানি পরোটা কিনতে এলে তিনি তাঁকে একটি পরোটার মধ্যে কিছুটা বিরিয়ানির রাইস, একটা আলু, একটা চিকেন দিয়ে ভাঁজ করে দিচ্ছেন। এটাই পকেট বিরিয়ানি পরোটা। আর এই গোটা বিষয়টা কেনা যাচ্ছে মাত্র ৩০ টাকায়। তিনি পকেট বিরিয়ানি পরোটা বানিয়ে সেটা আবার তাঁর পকেটে ঢুকিয়েও দেখালেন যে সেটার সাইজ এতটাই ছোট যে পকেটে ঢুকে যাবে। আর সেই কারণেই এমন নামকরণ।
যদিও তাঁর দোকানে খালি পকেট বিরিয়ানি পরোটা পাওয়া যায় এমনটা নয়। বিরিয়ানি সহ চিকেন চাপ, ইত্যাদিও আছে। তিনি জানিয়েছেন এই দোকান দিয়ে গত ৪০ বছরের বেশি সময় ধরে চালাচ্ছেন।
আরও পড়ুন: ১৯ বছরেই ১১টি জ্যোতির্লিঙ্গ ঘুরে ফেলেছেন শিবভক্ত রাশা! বললেন, 'খালি নাগেশ্বর বাকি, ওটাও...'
কে কী বলছেন? এক ব্যক্তি এই ভিডিয়ো দেখে লেখেন, 'কাকু যেভাবে পকেট পরোটা তার গেঞ্জিতে ঢুকাল কাকু কি গেঞ্জিটা ধুয়ে রেখেছিল তো?' আরেকজন লেখেন, 'এই পরোটা এরা খায় , কি রুচি!' তৃতীয় ব্যক্তি লেখেন, বেঁচে থাকলে আরও যে কত কিছু দেখতে হবে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'অত্যন্ত জঘন্য।'