গত দু-বছরে আলিয়ার জীবন পুরোদস্তুর পালটে গেছে। কারণ এখন তিনি আর শুধু একজন সফল অভিনেত্রী নন, বরং দায়িত্বশীল মা-ও বটে। তাই সব কাজ সামলে দ্রুত বাড়ি ফেরার টান রয়েছে। কারণ সেখানে মায়ের জন্য অপেক্ষায় রয়েছে রাহা। শনিবার সন্ধ্যায় গেটওয়ে অফ ইন্ডিয়ার জেটিতে আলিয়া ভাটকে ক্য়ামেরাবন্দি করলেন পাপারাৎজিরা। আরও পড়ুন-মালতির ছোট্ট হাতে এত্ত বড় নখ! বিয়ের ৬ বছর পূর্তি, কী করলেন নিক-প্রিয়াঙ্কা?
আলিয়ার ক্যাজুয়াল লুক
এদিন একদম সাদামাটা লুকে ধরা দিলেন রণবীর ঘরণী। ঢিলেঢালা বেইজ শার্ট এবং বেইজ প্যান্ট পরা আলিয়াকে একদম নো-মেকআপ লুকে নায়িকা। ভেজা চুল খুলে রেখছিলেন, সঙ্গে মুখে কালো রঙা মাস্ক।
গাড়ি ছেড়ে ধরলেন অটো
পাপারাজ্জিরা আলিয়ার নাম ধরে চিৎকার করে ছবি তোলার জন্য পোজ দিতে বলছিলেন, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে আলিয়া দ্রুত একটি অটোতে উঠে পড়েন। আলিয়াকে অটো রিক্সায় চটপট লেন্সবন্দি করেন পাপারাৎজিরা। আলিয়ার পাশাপাশি অটো-তে উঠেন তাঁর এক সহকর্মী এবং দেহরক্ষীও।
আরও পড়ুন-আলিয়ার লিপস্টিপ পরা নিয়েও চিৎকার! রণবীর কি নারী-বিদ্বেষী? মুখ খুললেন দিদি ঋদ্ধিমা
অনেকেই লেখেন আলিয়া 'ডাউন টু আর্থ' এবং ‘মাটির মানুষ’, একজন ব্যক্তি যুক্তি দিয়ে বোঝান ওই অঞ্চলের জেটিগুলিতে বিলাসবহুল গাড়ি নিয়ে যাওয়া কঠিন। রাস্তা কাঁচা এবং ভারী যানবাহনের জন্য তৈরি নয়। আবার অনেকে কটাক্ষ করে এমনটা বলেন, ছবি ফ্লপ হওয়ায় নাটক জুড়েছেন আলিয়া।
আরও পড়ুন-পকেট ফ্রেন্ডলি মিনি ড্রেসে ‘সেক্সবম্ব’ মালাইকা, ৫২-তেও কী করে যৌবন ধরে রেখেছেন?
রাহাকে ঘিরেই আলিয়ার জীবন
২০২২ সালে পরিণতি পায় রণবীর-আলিয়ার ৫ বছরের প্রেম সম্পর্ক। এপ্রিলে বিয়ে করেছিলেন রালিয়া এবং একই বছরের ৬ নভেম্বর রাহার বাবা-মা হন তারকা দম্পতি। বিয়ের আগেই আলিয়ার গর্ভে এসেছিল সন্তান। চলতি বছর নভেম্বরে ধুমধাম করে মেয়ের জন্মদিন সেলিব্রেট করেছেন আলিয়া-রণবীর। থিম ছিল সাফারি। হাজির ছিল কাপুর ও ভাট পরিবার-সহ ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধু ও তাঁদের সন্তানরা।
আলিয়ার আসন্ন প্রোজেক্ট
আলিয়াকে শেষ দেখা গিয়েছিল ভাসান বালার জিগরা ছবিতে। অক্টোবরে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। যা এই শুক্রবার ওটিটিতে মুক্তি পেয়েছে। তবে ওটিটি প্ল্যাটফর্মে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে আলিয়া ও বেদাং রায়না অভিনীত এই ছবি। দিদি-ভাইয়ের সম্পর্কে আবর্তে তৈরি হয়েছে এই ছবি।
আলিয়া আপতত ব্যস্ত তাঁর আসন্ন ছবি আলফা নিয়ে। সঞ্জয় লীলা বানসালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে রণবীর-আলিয়াকে।