এবারের পুজো যে একেবারেই অন্যরকমের সেটা বলার অপেক্ষা রাখে না। একদিকে যেখানে উৎসব, উদযাপনের মেজাজে নেই অধিকাংশ মানুষ, সেখানেই শহরের বুকে বিগত কয়েক দিন ধরে টানা অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা রাজ্য সরকারের কাছে ১০ দফা দাবি জানিয়েছেন, সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা অনশন চালাবেন বলেই দিয়েছেন। আর এই দাবিগুলোর অন্যতম আরজি কর কাণ্ডের দ্রুত ন্যায় বিচার। এই সময় তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁদের বহু সহনাগরিকরা। কিন্তু এক বৃদ্ধা যে এভাবে নজর কাড়বেন সেটা কে জানত!
আরও পড়ুন: 'ভিকি বিদ্যা'কে ছাপিয়ে বক্স অফিসে দাপট দেখাতে পারল ‘জিগরা’? প্রথমদিন কত লক্ষ্মীলাভ হল আলিয়ার ছবির?
কী ঘটেছে?
এদিন আচমকাই একটি ছবি ভাইরাল হয়ে যায়। এটি সেখান থেকেই জানা যায় ছবিতে থাকা বৃদ্ধা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে গত ৩ দিন ধরে অনশন করছিলেন। যদিও পরে তাঁকে বকা দিয়ে খাওয়ানো হয়েছে। কিন্তু ধর্মতলা ছেড়ে, আন্দোলন ছেড়ে যাননি।
যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে সাদা শাড়ি পরা এক বৃদ্ধা হুইলচেয়ারে বসে। তাঁকে ঘিরে রয়েছে বেশ কিছু মানুষ। এই ছবিটি শেয়ার করে ডাক্তার অনিকেত চট্টোপাধ্যায় লেখেন, 'এঁকে দেখ সবাই। ঠাকুমা চারদিন ধরে ওখানেই আছেন। তিনদিন অনশনে ছিলেন। কালকে বকুনি দিয়ে খাওয়ানো হয়েছে। আমার সামনেই সারারাত ওই কাটে চৌকিতে কাটিয়ে দিলেন অবলীলায়। পুরো পরিবার বর্ধমান থেকে এসে অনশন মঞ্চেই রয়ে গেছে রুজি রুটি সংসার ছেড়ে। এঁরা আসল সহযোদ্ধা। — অনশন মঞ্চ থেকে এক সাথী জানিয়েছেন।'
কে কী বলছেন?
এক ব্যক্তি এই ছবিতে লেখেন, 'একটু আগে ওঁকে দেখলাম ওষুধের বাক্স থেকে বের করে ওষুধ খাচ্ছেন। খালি পেটে ওষুধ খাচ্ছেন ভেবে চিন্তা হল। সঙ্কোচে জিজ্ঞেস করতে পারিনি। উনি খাবার খেয়েছেন শুনে নিশ্চিন্ত হলাম।' আরেকজন লেখেন, 'এঁর নাম কোহিনুর শেখ।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ঠিক পাশেই বসেছিলাম আজ। শুয়েছিলেন উনি। বেশ খানিকক্ষণ কথা হলো ওঁর পরিবারের সঙ্গে। খুব ভালো লাগল।'