সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। ঠিক তেমন ভাবেই এই ভিডিয়োও বর্তমানে দারুণ ভাইরাল। থুড়ি ট্রেন্ডিংও বটে। কী সেই বিষয়? বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল। কিন্তু তাই বলে চুল দিয়ে হেয়ার বাস্কেট বানাবে! আপনিও ট্রাই করবেন নাকি এটা?
হেয়ার স্টাইলের ভাইরাল ভিডিয়ো
এদিন যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একজন মডেল লেহেঙ্গা পরে এবং মুখে মাস্ক লাগিয়ে বসে আছেন। আর একজন হেয়ার স্টাইলিস্ট তাঁর চুল বেঁধে দিচ্ছেন। তাঁকে প্রথমে বিনুনি বেঁধে সেটা ঘোরাতে দেখা যাচ্ছে। এবং শেষ পর্যন্ত সেই হেয়ার স্টাইল একটা ফলের ঝুড়ির আকার নেয়।
আরও পড়ুন: জটিলতা কাটিয়ে রানি আজ ডাক্তার, দুর্জয়ও ফিরল শহরে, দুজনে আবার কি কাছে আসবে? নাকি জিতবে ষড়যন্ত্র
আরও পড়ুন: পরীমনি অতীত, শাকিবের প্রাক্তন স্ত্রী বুবলিকে বিয়ে করলেন শরিফুল রাজ! ব্যাপারটা কী?
শুধুই কি তাই সেই ব্যক্তি আবার তাতে বিভিন্ন ধরনের ফল যেমন আম, কলা, আঙুর, আপেল রাখেন। তার থেকে তুলে তুলে খানও। এই হেয়ার স্টাইলে আবার তিনি ঝুড়ির হাতলও রেখেছেন। আর এই হেয়ার স্টাইল দেখে হতবাক হয়ে গিয়েছেন সকলেই।
গত ১৯ মে পোস্ট করা হয়েছে এই ভিডিয়োটি। ইতিমধ্যেই এটি সাড়ে ৯ লাখ লাইক পেয়েছে। পেয়েছে বহু কমেন্টও। শেয়ার হয়েছে কয়েক হাজার বার।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এই হেয়ার স্টাইলে কোথায় যাবেন? বিয়ে বাড়ি?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'কান থেকে অনুপ্রাণিত নাকি?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'মডেল নিজেও লজ্জা পেয়ে গেছেন। তাই মাস্ক পরে বসেছেন।'