এদিন এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পারফরমেন্সের ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই তিনি জানিয়েছেন স্পেনের একটি অনুষ্ঠানে তিনি স্প্যানিশদের সামনে বাংলার লোকগীতি বা বলা ভালো বিয়ের গান লীলাবালি গেয়ে শুনিয়েছেন।
আরও পড়ুন: বক্স অফিসে ভরাডুবি, এদিকে আন্তর্জাতিক স্তরে সম্মানিত পদাতিক! সৃজিতের ছবি পেল কোন কোন তকমা?
আরও পড়ুন: 'অনিশ্চয়তা থেকে শিল্পী হওয়ার সফর', ২০ বছর পুরোনো ভিডিয়ো পোস্ট কৌশিকীর! মুগ্ধ নেটপাড়া বলছে 'জন্মগত শিল্পী'
কী ঘটেছে?
ভিডিয়োতে দেখা যাচ্ছে কবীর চট্টোপাধ্যায় নামক এই যুবক স্পেনের কোনও অনুষ্ঠানে একেবারে বাঙালি সাজেই সেখানে হাজির হয়েছেন। অর্থাৎ ধুতি, পঞ্জাবি পরে। সঙ্গে গান গাওয়ার আগে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে স্প্যানিশ ভাষায় বুঝিয়ে দিচ্ছেন গানটির বৈশিষ্ট্য, কখন এটি গাওয়া হয় ইত্যাদি। সেখানেই তিনি জানান সিলেটের গান হল এই লীলাবালি গানটি। মূলত গাওয়া হয় বিয়ের সময়।
এরপর নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি সেই পোস্টের ক্যাপশনে লেখেন, 'বন্ধুরা, স্পেনে আমার অনুষ্ঠানে গাইলাম বাংলার লোকগীতি, লীলাবালি। আমার উদ্দেশ্য ছিল, বাংলার লোক সমাজে মেয়েদের বিয়ের গান নিয়ে স্পেনের শ্রোতাদের কিছু কথা বলা। আগ্রহ নিয়েই শুনলেন ওঁরা, ভালো লেগেছে মনে হল। সুরটি ইচ্ছে করেই কিছু জায়গায় একটু সহজ করে গাইতে হয়েছে, কারণ কালোয়াতি বা গিটকিরি অনভ্যস্ত কানে চট করে ভালো লাগা মুশকিল। পুরো ভিডিয়োটি সরকারিভাবে তুলেছেন স্পেনের একটি টিভি চ্যানেল, তাই কেবল একটি অংশ শেয়ার করছি। গানের শুরুতে স্প্যানিশ ভাষায় কিছু বক্তব্য রেখেছি। ভালো লাগে এত দূর বিদেশে নিজের মাটির গান গাইতে।'
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এইটা দারুণ কাজ করেছ কবীর। গানের গলা খুব সুন্দর।' আরেকজন লেখেন, 'এভাবেই তো নিজেদের সংস্কৃতির প্রসার ঘটে। খুব ভালো।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আমাদের বাঙালি বাবুকে অনেক অনেক ভালবাসা।' চতুর্থ জন লেখেন, 'বাহ! ভারী সুন্দর গলা আপনার। অনেক শুভেচ্ছা।'