বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Nandini Didi: হাত দিয়ে মাছ পরিবেশন! খদ্দেরদের সামনেই বাবার সঙ্গে দুর্ব্যবহার নন্দিনীর, চটে লাল নেটিজেনরা

Viral Nandini Didi: হাত দিয়ে মাছ পরিবেশন! খদ্দেরদের সামনেই বাবার সঙ্গে দুর্ব্যবহার নন্দিনীর, চটে লাল নেটিজেনরা

ফের খদ্দেরদের সামনে বাবাকে মুখ ঝামটা দিলেন নন্দিনী

Viral Nandini Didi: আবারও ভাইরাল নন্দিনী দিদি। হামেশাই কোনও না কোনও কারণে খবরের শিরোনামে থাকেন নন্দিনী। এবার তিনি বাবাকে কথা শোনানোর জন্য ভাইরাল হলেন।

স্মার্ট দিদি নন্দিনী, ভাইরাল দিদি নন্দিনী এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়। ফুড ব্লগাররা তাঁর দোকানে যাবেন না বা তাঁকে নিয়ে ভিডিয়ো বানাবেন না এ তো প্রায় অসম্ভব একটা কথা এখন! ফুড ব্লগারদের হাত ধরেই জনপ্রিয়তা পান তিনি। আর চার পাঁচটা পাইস হোটেলের মতো তাঁর দোকানটি দেখতে হলেও সেটা যেন অনেকটাই আলাদা। আর এর নেপথ্যে আছে নন্দিনী দিদির স্টাইল (জিন্স টপ পরে কোনও মহিলা কখনও তাঁর আগে পাইস হোটেলে রান্না করেছেন বা খাবার পরিবেশন করেছেন বলে মনে করা যায় না), হাইজিন মেনে চলা বা তাঁর কথা বলার ধরন। এবার এই কারণে আরও একবার ভাইরাল হলেন তিনি।

দোকান ভর্তি লোক। খদ্দেররা সব লাইন দিয়ে অপেক্ষা করছেন। তাঁদের সকলের সামনেই তিনি তাঁর বাবাকে মুখ করে উঠলেন। কেন? তাঁর বাবা হাত দিয়ে বাটিতে মাছ তুলেছেন।

গ্রাহকরা যাতে ঘেন্না না পান, হাইজিন মেনে চলা হয় যাতে তাই ভাত থেকে শুরু করে তরকারি, মাছ, মাংস, ইত্যাদি সবই নন্দিনী হাতায় করে পরিবেশন করেন। কেবল ভাজাভুজি যা থাকে সেটা তিনি হাতে করে থালায় তুলে দেন। কিন্তু এদিন তাঁর বাবা ভুল করে হাত দিয়ে এক পিস বাটা মাছ একটা বাটিতে তুলে ফেলেন আর সেটা দেখেই মেজাজ হারালেন নন্দিনী।

সকলের সামনে এক প্রকার চেঁচিয়ে বলে উঠলেন, 'এটা কী করলে? এটা কী হল? হাত দিলে কেন? কেন হাত দিলে?' তারপর তিনি সেই মাছ ফেলে দিয়ে নিজেই পরিবেশন করতে শুরু করেন। বাবার সঙ্গে তাঁর এই ব্যবহার দেখে বেজায় চটেছেন নেটিজেনরা।

আরও পড়ুন: ৬১-এ পা প্রসেনজিতের! টলিউডের চিরসবুজ পোস্টার বয়ের ফিট থাকার গোপন মন্ত্র জানেন?

আরও পড়ুন: শুধু যাদবপুর নয়, প্রেসিডেন্সিতেও চলে র‍্যাগিং! কলেজের ভয়াবহ স্মৃতি মনে করলেন শোভনের প্রেমিকা বৈশাখী

এক ব্যক্তি লেখেন, 'নন্দিনী দিদি মাছটা হাত দিয়ে দেন না, কিন্তু বেগুন ভাজা, উচ্ছে ভাজা এগুলো হাতে করেই দেন।' কেউ আবার লেখেন, 'এই সব ফুড ব্লগারদের জন্য এই সব দেখতে হচ্ছে। ভিডিয়ো করার জন্য অন্য কোনও দোকান খুঁজে পায় না এরা।' আরেক নেটিজেন লেখেন, 'বাপ খেটে খুটে দোকানটা দাঁড় করাল আর এই রানু মণ্ডল এসে দাদাগিরি করছে।'

প্রসঙ্গত কিছুদিন আগেই ভাইরাল নন্দিনী দিদি দুটো বড় আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন তিনি তাঁর পাইস হোটেলের আরও শাখা খুলতে চলেছেন। একই সঙ্গে বলেছেন তিনি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন, নইলে নাকি তাঁর আর বিয়েই হবে না! আলাপ করিয়েছেন প্রেমিক রুদ্র দাসের সঙ্গেও।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মন্ত্রী সুজিতের গাড়িতে থাপ্পড়, পুলিশকে ঘিরে বিক্ষোভ, আটক চিকিৎসককে ছাড়ল থানা বাবর নাকি বিরাট, সেরা কে? যুক্তি দিয়ে বিতর্ক শেষ করলেন রবিচন্দ্রন অশ্বিন দুগ্গা মা সাক্ষী, শ্রুতির সিঁথি সিঁদুরে রাঙালেন স্বর্ণেন্দু, নতুন বউ বলছেন… আগামিকাল কেমন কাটবে? জেনে নিন ১৬ অক্টোবর লক্ষ্মীপুজোর দিনের রাশিফল জানলা দিয়ে হাত গলিয়ে মহিলার গলার সোনার হার ছিনতাই! বেঙ্গালুরুর মন্দিরে আতঙ্ক আমি অবাক নই…., যশস্বীর প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক রোহিত শর্মা হাসপাতালে সিসিটিভিতে বরাদ্দ মাত্র ১ টাকা, কীভাবে সুরক্ষা দেন? সুপ্রিম প্রশ্ন আসল বনাম নকল! পুজো প্যান্ডেলে মডেল-হনুমান দেখে ছুটে এল জ্যান্ত হনুমান TMC বিধায়কের গাড়ি আটকে হেনস্থার অভিযোগ BJP কাউন্সিলর ও তাঁর মেয়ের বিরুদ্ধে বিয়ের পর প্রথম পুজো কিন্তু সিঁদুর খেললে না সন্দীপ্তা! কেন? জানালেন অভিনেত্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.