সোশ্যাল মিডিয়ার দৌলতে ভীষণই জনপ্রিয় নন্দিনী দিদি। তাঁর ডালহৌসির পাইস হোটেল এবং তিনি কোনও না কোনও কারণে হামেশাই চর্চায় থাকেন। তাঁর দোকানে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ফুড ব্লগারদের ভিড় লেগেই থাকে। তিনিও তাঁদের সঙ্গে হেসে হেসে কথা বলেন। কখনও আবার রেগে গিয়ে কাউকে ধমকও দেন। এবার এ হেন তারকা ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে অন্য বিষয়ে প্রচার করার আগে জানান তিনি তাঁর একটি স্বভাব পাল্টাতে চলেছেন।
কোন অভ্যাস পাল্টাচ্ছেন নন্দিনী দিদি?
নন্দিনী দিদি এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে জানান, 'আমি আর কাউকে তুই তোকারি করব না। আমি সবাইকেই নিজের বলে মনে করি, তাই তাদের কাছে টেনে নেওয়ার জন্য তুই তুই করে কথা বলি। কিন্তু এটা অনেকেই বোঝে না। পছন্দ করে না। উল্টে রেগে যায়। তাই আমি এখন সবাইকে সম্মান দিয়ে কথা বলব।'
আরও পড়ুন: 'একটা গাধার বাচ্চা...' ফের বাবার উপর চিৎকার নন্দিনী দিদির, হঠাৎ মেজাজ হারালেন কেন?
পাইস হোটেল খ্যাত নন্দিনী দিদিকে তাঁর খদ্দের থেকে শুরু করে ফুড ব্লগার সকলের সঙ্গেই মোটামুটি তুই করে কথা বলতেন বলেই এতদিন বিভিন্ন ভিডিয়োতে দেখা গিয়েছে। এবার তিনি অভ্যাস ছাড়তে চলেছেন।
তিনি যে কেবল মাঝে মধ্যে তাঁর গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন সেটা নয়, তাঁর বাবার উপরেও তাঁকে চোটপাট করতে দেখা যায়। তাঁর এই রূপ মোটেই পছন্দের না তাঁর ভক্তদের। তাই সকলের কথা ভেবেই হবু অভিনেত্রী তাঁর এই স্বভাব পাল্টে ফেলতে চলেছেন। প্রসঙ্গত নন্দিনী দিদির দোকান এতটাই বিখ্যাত যে দূরদূরান্ত থেকে মানুষ তাঁর দোকানে খেতে আসেন। বাংলাদেশ থেকে পর্যন্ত মানুষ এসেছেন তাঁর দোকানে।
নন্দিনী দিদির দোকানে খাবারের দাম
এ হেন ভাইরাল পাইস হোটেলে খাবার চেখে দেখতে চান? তাহলে তার আগে ঝটপট জেনে নিন এখানকার খাবারের দাম। কলকাতা জিপিওর ঠিক উল্টো দিকের ফুটপাথেই এই খাবার দোকানটি। সকাল এগারোটা থেকে দুপুর ৪টে পর্যন্ত ঠাসা ভিড় থাকে। এখানে মাত্র ৩০ টাকায় খাবার পাওয়া যায়। হ্যাঁ এটাই সব থেকে কম দামের থালি। এখানে ভাত, ডাল, আলু ভাতে আর এক ধরনের তরকারি দেওয়া হয়, যা পেট ভরানোর জন্য কাফি। আর সব থেকে দামী প্লেট হল মাটন থালি, এটার দাম ২০০ টাকা। এখানে লেবু, ভাত, ডাল, আলু ভাতে, একটা ভাজা, তরকারি, মাটন থাকে।