আরজি কর কাণ্ডের প্রতিবাদ আবহে একাধিক পোস্ট নানা সময়ে ভাইরাল হয়েছে। এরই মধ্যে এদিন একটি পোস্ট এদিন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে এক ব্যক্তি তাঁর একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন। জানান শিশুমনেও এই আন্দোলন প্রভাব ফেলেছে।
আরও পড়ুন: 'প্রশাসনের গালে চটি'! জুনিয়র ডাক্তারদের ধর্নায় 'অরাজনৈতিক' দেবলীনার স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
কী জানিয়েছেন সেই ব্যক্তি?
কাঞ্চন মজুমদার নামক এক ব্যক্তি এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যেখানে তিনি জানান বাংলার নতুন প্রজন্মের কাছে আর কোনও সিনেমার তারকা বা অন্য কেউ আইডল নয়। বরং তাঁরা বড় হয়ে আরজি কর আন্দোলনের মুখ কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, অনিকেত মাহাতোর মতো হতে চাইছে।
তিনি তাঁর এই পোস্টে লেখেন, 'যে টোটোতে ফিরেছিলাম ওই টোটোতে জনা পাঁচেক বছর সাত আট হবে এমন কটা বাচ্চা ছেলে মেয়ে ওদের মায়ের সাথে টিউশন নিয়ে ফিরছিল।পুরো টোটো জুড়ে ওদের কিচিরমিচি চলছিল। আমি টোটো ড্রাইভারের পাশে বসে ছিলাম। এবার আমিও ভিড়ে গেলাম ওদের সাথে। অফিস থেকে বেশ কয়েকটা লজেন্স নিয়ে ফিরেছিলাম। ওদের জিজ্ঞাসা করলাম এই এত চেঁচামেচি করছিস কেন রে তোরা ? লজেন্স খাবি? একজন বললো দাও দাও খাব।' তিনি আরও লেখেন, 'জিজ্ঞাসা করলাম বড় হয়ে কার মত হবি ? সৌরভের মতো না মেসির মতো? উত্তর দিল, না না ওসব হব না। একজন দেন অ্যান্ড দেয়ার উত্তর দিল আমি বড় হয়ে কিঞ্জল আঙ্কেলের মতো হব। ওমনি আরেক জন বলে উঠল আমি দেবাশিস আঙ্কেল হব। আর একজন বলল আমি আমি অনিকেত কাকু হব। আর ওদের বন্ধু মেয়েটি বলল আঙ্কেল আঙ্কেল আমার কথা শোনো। ওই তোরা চুপ কর তো। আঙ্কেল আমি রুমেলিকা দিদির মত হব। ওদের মায়েরা বলল আর বলবেন না দাদা সব স্লোগান মুখস্থ করে ফেলেছে।'
আরও পড়ুন: মেয়ের জন্মের পরই ঠিকানা বদল! বান্দ্রায় নতুন ফ্ল্যাট কিনলেন দীপিকা - রণবীর, কত খরচ পড়ল?
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের মাঝেই মদ্যপ অবস্থায় যুবতীকে হেনস্থা পুলিশের? প্রতিবাদে ফের গর্জে উঠলেন স্বস্তিকা
কে কী বলছেন?
অনেকেই তাঁর এই পোস্টে বাহবা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'Junior Doctor-রা যে সমাজ সংস্কারের বীজ পুতলেন তা আমাদের লালন পালন করতে হবে যত্ন সহকারে।' কেউ আবার লেখেন, 'বাহ্ , ওরা আগামী প্রজন্ম। এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে এগিয়ে চলার। ভালো থাকুক ওরা সবাই।'