বাংলা নিউজ > বায়োস্কোপ > দ্বিতীয় বউয়ের সঙ্গে একফ্রেমে প্রসেনজিতের বিরল ছবি! কেন ভাঙে অপর্ণার সাধের সংসার?

দ্বিতীয় বউয়ের সঙ্গে একফ্রেমে প্রসেনজিতের বিরল ছবি! কেন ভাঙে অপর্ণার সাধের সংসার?

দ্বিতীয় বউয়ের সঙ্গে একফ্রেমে প্রসেনজিতের বিরল ছবি! কেন ভাঙে অপর্ণার সাধের সংসার?

Prosenjit Chatterjee's 2nd Wife: দেবশ্রীর সঙ্গে বিয়ে ভাঙার পর অপর্ণার হাত ধরেছিলেন প্রসেনজিৎ। পাঁচ বছরের সংসার, ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে তাঁদের। এখন অবশ্য প্রাক্তন বউ আর মেয়ের সঙ্গে কোনও যোগাযোগ নেই সুপারস্টারের। 

ভালোবেসে ছোটবেলার বন্ধু চুমকি (দেবশ্রী রায়)-কে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু টেকেনি দাম্পত্য। দুই সুপারস্টারের সংসারের স্থায়ীত্ব ছিল মাত্র তিন বছর। ১৯৯৫ সালে ডিভোর্স হয় তাঁদের। দেবশ্রীর সঙ্গে বিয়ে ভাঙার পর দেড় বছর ঘরবন্দি ছিলেন প্রসেনজিৎ। আরও পড়ুন-যোগাযোগ নেই বাবা প্রসেনজিতের সঙ্গে, পিসিকে নিয়ে ডিনার ডেটে ‘ছোট্ট পরী’ প্রেরণা

বিয়ে ভাঙার ক্ষত সারতে অবশ্য বেশি সময় লাগেনি। বা বলা ভালো দেবশ্রীকে ভুলতেই অপর্ণার হাত ধরেন নায়ক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতা। অনেকেই হয়ত চেনেন না তাঁকে। গ্ল্যামার জগতের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর। ১৯৯৭ সালে অপর্ণা ঠাকুরতাকে (Aparna Thakurta) বিয়ে করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এই দাম্পত্যের বয়সও খুব বেশিদিনের ছিল না। ৫ বছর যেতে না যেতেই ভেঙে যায় সম্পর্ক।

প্রসেনজিৎ ও অপর্ণার এক কন্যা সন্তানও রয়েছে, প্রেরণা। প্রাক্তন স্ত্রী এবং মেয়ের সঙ্গে কোনও যোগযোগ নেই বুম্বাদার। সুপারস্টার বাবার সঙ্গে সম্পর্ক রাখেনি মেয়ে। ২০০২ সালেই চিরতরে আলাদা হন অপর্ণা-প্রসেনজিৎ। গুগলে অপর্ণার বেশকিছু ছবি সামনে এলেও, প্রসেনজিৎ-এর সঙ্গে একফ্রেমে কোনও ছবি মেলে না। অবশেষে সেই আক্ষেপ পূরণ হল।

প্রসেনজিতের সঙ্গে একফ্রেমে অপর্ণা গুহঠাকুরতার বিরল ছবি (সৌজন্যে-ফেসবুক/অপরাজিতা হিয়া)
প্রসেনজিতের সঙ্গে একফ্রেমে অপর্ণা গুহঠাকুরতার বিরল ছবি (সৌজন্যে-ফেসবুক/অপরাজিতা হিয়া)

সাদাকালো ফ্রেমে হাসিমুখে প্রসেনজিৎ ও তাঁর প্রাক্তন স্ত্রী। ছবিতে নায়কের বাহুলগ্না হয়ে দেখা গিয়েছে অপর্ণার। এক ম্যাগাজিনে প্রকাশিত এই ছবি সম্প্রতি ভাগ করে নিয়েছে এক ফ্যান পেজ।

বিয়ের দু-বছরের মাথায় কন্যা সন্তানের জন্ম দেন প্রেরণা। আগামী মাসেই ২৫-এ পা দেবে সে। আইন নিয়ে পড়াশোনা করেছে প্রেরণা। বাবার সঙ্গে যোগাযোগ না থাকলেও পিসিমণি (পল্লবী চট্টোপাধ্যায়)-র সাথে এখনও টিকে সম্পর্ক। টলিউড নায়িকাদের থেকে কম সুন্দরী নন প্রেরণা। মায়ের সঙ্গে ইউরোপে থাকেন। সেখানেই দুজনের সংসার।

কেন ভেঙেছিল অপর্ণা-প্রসেনজিতের বিয়ে ? জানা যায়, প্রসেনজিতের সঙ্গে নায়িকাদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অপর্ণা। পরকীয়ার অভিযোগে বিদ্ধ প্রসেনজিতের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে দেন তিনি।

পল্লবীর সঙ্গে প্রসেনজিৎ কন্যা
পল্লবীর সঙ্গে প্রসেনজিৎ কন্যা

দিনকয়েক আগে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেছিলেন, ‘তার সঙ্গে আমার দেখা করার ইচ্ছা আছে, দেখা হয় না। বাইরে থাকে। আমি ওঁদের জীবনের মধ্যে ঢুকতে চাই না। তবে সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি। ঈশ্বরের বিশ্বার করি, ঈশ্বর করুণাময়। খারপ হোক, ভালো হোক, আশা রাখি ঈশ্বর সে সময় দেবেন যখন আমরা একে অপরকে জড়িয়ে ধরব।’

বায়োস্কোপ খবর

Latest News

CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও ১২ বছর ধরে প্রতিদিন মাত্র ৩০ মিনিট ঘুমোন ব্যবসায়ী! কীভাবে সম্ভব ৮ বলেই ম্যাচ শেষ, ভুবিকে বিশাল ছক্কা হাঁকিয়ে দলকে ফাইনালে তুললেন সমীর- ভিডিয়ো পার্থ এখনও জেলে, মুক্তি পেলেন মানিক, মুখে চওড়া হাসি, বললেন সত্যমেব জয়তে শনি থেকে পরপর সরকারি অফিস বন্ধ! বিশ্বকর্মা পুজোয় ছুটি থাকবে? ব্যাঙ্ক কবে খোলা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.