সম্প্রতি একটি অদ্ভুত বাড়ির ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে বাড়ির আশেপাশে একটা মৌমাছির চাক হলেই সেটা আগে ভাঙা হয় বা মৌমাছির জ্বালায় জ্বলতে হয়। কিন্তু এই ভাইরাল বাড়িতে মানুষ আর মৌমাছি সহাবস্থান করে। কোথায় এই বাড়িটি অবস্থিত?
কী ঘটেছে?
এই ভাইরাল মৌমাছির বাড়িটি ভারতে নয়, অবস্থিত পড়শি দেশ বাংলাদেশে। বাংলাদেশের যশোরের মণিরামপুর এলাকায় অবস্থিত এই বাড়িটি। পুরোনো দিনের আদলে বানানো। লম্বা বারান্দা। কোথাও পলেস্তরা খসে গেছে। কিন্তু সেসবকে ছাপিয়ে নজর কেড়েছে বাড়িটির সব জায়গা থেকে ঝুলতে থাকা বড় বড় মৌমাছির চাক। কোনও কোনওটা আবার মাঝারি বা ছোট সাইজের। আর প্রতিটি মৌমাছির চাকের সামনেই ভিনভিন করছে অগুনতি মৌমাছি। তবে সাধারণত মৌমাছি দেখলেই মানুষ সেটাকে তাড়ায়। কিন্তু এখানে মানুষ আর মৌমাছি একসঙ্গেই থাকে।
আরও পড়ুন: অসমবয়সী প্রেমের গল্পে দিতিপ্রিয়ার বিপরীতে জিতু! ধারাবাহিকের নাম বদলে 'তোমাকে ভালোবেসে' থেকে হল কী?
আরও পড়ুন: 'নিজের গুণে পরিচিত হও', বারবার অরিজিৎকে নকল! ইন্ডিয়ান আইডলে প্রিয়াংশুকে হুঁশিয়ারি বিশালের
কে কী বলছেন?
এদিন একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'এই সেই মৌমাছির ভাইরাল বাড়ি, যশোর মনিরামপুর।' সেই পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। প্রায় ২০ হাজার মানুষ দেখেছেন এই ভিডিয়ো। শেয়ার হয়েছে কয়েকশো বার। এক ব্যক্তি লেখেন, 'বাড়িটা কিন্তু সত্যিই অসাধারণ,তবে দেখে অনেক ভয় লাগতেছে আমার।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এক কথায় অসাধারণ! এতো মৌমাছির চাক, আল্লাহর অপরূপ সৃষ্টি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কী সুন্দর দেখতে লাগছে।'
আরও পড়ুন: ক্যানসার সহ একাধিক দুরারোগ্য রোগে আক্রান্ত হৃতিকের বোন! রাকেশ বললেন, 'ওই শিখিয়েছে কঠিন সময়ে হাসতে'