বাস ট্রেন এমনকি পথঘাটে আমরা এমন অনেককেই দেখি যাদের রূপে বেশ মুগ্ধই হই। ওই সহজ ভাষায় যাকে আজকাল ক্রাশ বলে আর কী! কিন্তু এই ক্রাশদের পরে আর পাত্তা পাওয়া যায় না। দেখাও হয় না। কিন্তু সেই সময় তাদের দেখে সাময়িক ভাবে মনে কী চলে সেটাই এদিন ৩ যুবতী তাঁদের একটি ভিডিয়োর মাধ্যমে তুলে ধরল। আর সেটা এখন রীতিমত ভাইরাল।
আরও পড়ুন: এমপি হয়েই স্কুল পরিদর্শনে দিদি নম্বর ওয়ান, ক্লাসরুমে ঢুকে ছাত্রদের পড়া ধরলেন 'দিদিমণি' রচনা
কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিয়োতে?
ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে মেট্রোতে তিনটি মেয়ে বসে আছে হট প্যান্ট, টিশার্ট এবং সানগ্লাস পরে। এমন সময় সেই মেট্রোর কামরায় একজন যুবক ওঠে। তাঁকে দেখে ওঁরা দেবের জনপ্রিয় গান মালা রে-তে নাচতে শুরু করে দেয়। হ্যাঁ, একেবারেই তাই। ভিড় উপেক্ষা করে, লজ্জা ভুলে, জড়তা কাটিয়ে রীতিমত দাপিয়ে নাচ করে তাঁরা। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সেটা রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে।
ইতিমধ্যেই এই ভিডিয়ো প্রায় আড়াই হাজারের বেশি বার শেয়ার করা হয়েছে। পেয়েছে প্রায় ৩৫ হাজার লাইক। ভালো, মন্দ দুই ধরনের মন্তব্যই এসেছে এই ভিডিয়োতে।
কে কী লিখেছেন?
এক ব্যক্তি লেখেন, 'স্যালুট তোমাদের কনফিডেন্স, ভাই বসতেই একটা কেমন লাগে। একটু হাত পা ছড়িয়ে বসলেই মনে হয় কেউ যেন অনেকক্ষণ ধরে দেখছে তাই লজ্জা লেগে যায়। তোমরা তো রেকর্ড পার করে দিলে দিদি।' দ্বিতীয়জন লেখেন, 'তোরাও পারিস। খুব ভালো হয়েছে, সবাই খুব দারুন করেছিস, দীপ কোনও কথা হবে না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আপনারা নিঃসন্দেহে ভালো নাচেন কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট নাচ করার জায়গা নয়। অন্যের অসুবিধা করে এভাবে নাচ করবেন না দয়া করে।' কেউ কেউ আবার মেট্রো রেল এবং কলকাতা পুলিশকে মেনশন করেছেন মেট্রোতে এসব বন্ধ করার জন্য।