রোজ রোজ কত কিছুই না ভাইরাল হয়। কিন্তু তার মধ্যে কিছু জিনিস আলাদা ভাবে নজর কাড়ে। ঠিক যেমন এই মহিলা দীপাবলি উপলক্ষ্যে দেওয়ালে , বারান্দায়, জানালায় এমনকি গায়ে টুনি জড়ানোর বদলে চুলে আলো জ্বালিয়ে তাক লাগালেন!
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সুহানি মেকআপ স্টুডিওর তরফে। সেখানে দেখা যাচ্ছে একজন মডেল পিছন ফিরে বসে আছেন। তাঁর চুল বেঁধে দিচ্ছেন মেকআপ আর্টিস্ট। বিনুনি বাঁধা রয়েছে মডেলের চুলে। সেখানে তিনি জড়িয়ে জড়িয়ে টুনি বাল্ব লাগাচ্ছেন। তারপর আলো নিভিয়ে সেই টুনি বাল্ব জ্বালিয়ে দিতেই চুল আলোয় আলোকিত হয়ে ওঠে। আর এই ভিডিয়ো দেখে ভারী মজা পেয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: সা রে গা মা পা -এ সুস্মিতার লোকসঙ্গীত শুনে কেঁদে ফেললেন জোজো, ইমন বললেন, 'এটা গান শিখে হয় না...'
কে কী বলছেন?
এদিন এক ব্যক্তি এই পোস্টে লেখেন, 'খালি শট সার্কিট হওয়ার অপেক্ষা।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'কারেন্ট গেলে?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'সবাই কি দিন দিন উরফি জাভেদের থেকে অনুপ্রাণিত হচ্ছে? এরম উদ্ভট আইডিয়া পান কীভাবে?'
দিওয়ালি সংক্রান্ত অন্য ভাইরাল ভিডিয়ো
এদিন আরও একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে এক মহিলার খোঁপা বাজি দিয়ে সাজাচ্ছেন মেকআপ আর্টিস্ট। কী নেই সেই খোঁপায়? চড়কি থেকে শুরু করে তারাবাতি থুড়ি ফুলঝুরি, বম্ব সব আছে। আর এসব দেখে শুনে মোটেই হাসি চাপতে পারছেন না নেটনাগরিকরা। ইতিমধ্যেই প্রায় ৪ মিলিয়ন বার দেখা হয়েছে এই ভিডিয়ো। লাইকের সংখ্যা ৯ লাখ ছুঁই ছুঁই। বহু মানুষ মন্তব্যও করেছেন এই ভিডিয়োতে। সেখানেই একজন লেখেন, 'ব্যাস একটা জ্বলন্ত দেশলাই কাঠির অভাব খালি! জ্বালিয়ে ধরিয়ে দিলেই পুরো ওপেন মাইন্ডেড মহিলা হয়ে যাবেন!' আরেকজন লেখেন, 'আহা! উনি গ্লোর অভাববোধ করছিলেন। ন্যাচরাল গ্লো পেতে চাইছেন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'দাঁড়ান দেশলাই বক্স নিয়ে আসি।'