এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক পাকিস্তানি ব্যক্তি তাঁর বাবা এবং শ্বশুরকে নিয়ে রবিবার ভারত বনাম পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়েছেন। এখানে বলে রাখা ভালো সেই ব্যক্তি আদতে ভারতের জামাই। মানে বুঝতেই পারছেন তাঁর বাব একদিকে পাকিস্তান দলের সাপোর্টার আরেকদিকে শ্বশুর ভারতের সাপোর্টার।
আরও পড়ুন: 'যদি কেউ যোগ্য মনে করে...' দেবের দেখানো পথেই এবার বড় পর্দার পর রাজনীতিতে পা রাখছেন সৌমিতৃষা?
কী দেখা গেল ভাইরাল ভিডিয়োতে?
দুজনে ম্যাচ দেখতে ঢোকার আগে থেকেই একপ্রকার চুলোচুলি শুরু করে দেন। কখনও আবার তাঁদের মাঠে বসে খেলা দেখতে দেখতেই একে অন্যের সঙ্গে মজা করতে দেখা যায়। ভারতের ব্যাটসম্যানরা যখন পরপর আউট হয়ে যাচ্ছিলেন তখন সেই ব্যক্তির বাবা এবং তিনি মিলে শ্বশুরের সঙ্গে মশকরা করছিলেন। তাঁকে টিজ করছিলেন।
কিন্তু যেই খেলা ঘুরে যায় তখন তাঁর শ্বশুর তাঁদের সঙ্গে মজা করতে শুরু করেন। বলাই বাহুল্য শেষ পর্যন্ত সেই পাকিস্তানি ব্যক্তির শ্বশুর হাসিমুখে স্টেডিয়াম থেকে বেরোন। আসলে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ মানেই হাই ভোল্টেজ ম্যাচ। আলাদাই উত্তেজনা থাকে দুই দেশের মানুষদের মধ্যে।
ফলে এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই সেটা রীতিমত ভাইরাল হয়ে যায়। বহুবার শেয়ার হয়েছে এটি। পেয়েছে কয়েক লক্ষ লাইক।