বিয়ে বাড়ি মানেই মরশুমি ফুল খোঁপায় লাগানো চাই। ফোক নাচের জন্য প্রয়োজনে পাতা, স্ট্র, ইত্যাদি লাগানো যায়। সাধারণ ভাবে খোঁপার সৌন্দর্য বাড়ানোর জন্য খোঁপার কাঁটা তো আছেই। কিন্তু তাই বলে কালীপুজো স্পেশ্যাল সাজে খোঁপায় বাজি লাগানোর কথা ভেবেছেন কখনও? আপনি যেটা ভাবেননি, সেটাই এই মহিলা করে দেখালেন। আর ভিডিয়ো ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ নেটপাড়ার।
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সুহানি মেকআপ স্টুডিও নামক এক ইনস্টাগ্রাম প্রোফাইলের তরফে। আর সেখানেই দেখা যাচ্ছে এক মহিলার খোঁপা বাজি দিয়ে সাজাচ্ছেন মেকআপ আর্টিস্ট। কী নেই সেই খোঁপায়? চড়কি থেকে শুরু করে তারাবাতি থুড়ি ফুলঝুরি, বম্ব সব আছে। আর এসব দেখে শুনে মোটেই হাসি চাপতে পারছেন না নেটনাগরিকরা।
আরও পড়ুন: অমিতাভর সামনে একনাগাড়ে নেচে চলেছেন এক মহিলা, পাশে দাঁড়িয়ে হাঁ করে দেখছেন বিগ বি! ব্যাপারটা কী?
কে কী বলছেন?
ইতিমধ্যেই প্রায় ৪ মিলিয়ন বার দেখা হয়েছে এই ভিডিয়ো। লাইকের সংখ্যা ৯ লাখ ছুঁই ছুঁই। বহু মানুষ মন্তব্যও করেছেন এই ভিডিয়োতে। সেখানেই একজন লেখেন, 'ব্যাস একটা জ্বলন্ত দেশলাই কাঠির অভাব খালি! জ্বালিয়ে ধরিয়ে দিলেই পুরো ওপেন মাইন্ডেড মহিলা হয়ে যাবেন!' আরেকজন লেখেন, 'আহা! উনি গ্লোর অভাববোধ করছিলেন। ন্যাচরাল গ্লো পেতে চাইছেন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'দাঁড়ান দেশলাই বক্স নিয়ে আসি।'
কেউ আবার মজা করে লেখেন, 'আগুন ধরানোর জন্য হাতটা নিশপিশ করছে!' আরও একজন লেখেন, 'আগুন ধরলেই পুরো মাইন্ড ব্লোইং ব্যাপার হবে।'