আমেরিকার জনপ্রিয় গায়িকা মায়েটা। বয়স ২১ বছর। গানের ভিডিয়ো শ্যুট করতে গিয়ে সাপের ছোবল খান তিনি। ক্যামেরায় এমন দৃশ্য দেখার পর রীতিমতো শিহরিত নেটপাড়া। আনকাট সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গায়িকা নিজে।
টুইটার, ইনস্টাগ্রামে সাপের কামড় খাওয়ার ভিডিয়ো শেয়ার করেছেন মায়েটা। মাত্র ৫ সেকেন্ডের সেই ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, এক গানের শ্যুটিংয়ের জন্য কালো পোশাক পরে মাটিতে শুয়ে রয়েছেন গায়িকা। প্রথমে তার গায়ের উপর একটি কালো সাপ ছাড়া হয়। এরপর আবার তার গায়ে একটি সাদা সাপ ছাড়া হয়। তখনই কালো সাপটি গায়িকার থুতনির উপর ছোবল বসায়।
ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘দেখুন আপনাদের জন্য কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয় আমাকে।’ গায়িকাকে ওই রকম ভাবে সাপের ছোবল খেতে দেখে অনেকেই চমকে উঠেছেন। স্বস্তির বিষয় সাপটি নির্বিষ ছিল। গায়িকার তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করানো হয়। প্রশিক্ষক থাকা সত্ত্বেও কী ভাবে সাপের কামড় খেলেন তিনি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।