আর জি কর নিয়ে প্রতিবাদের গান বেঁধে আলোচনার কেন্দ্রে অরিজিৎ সিং। 'আর কবে' এখন গোটা বাংলার প্রতিবাদী মানুষের কাছে অ্যান্থম হয়ে উঠেছে। অরিজিৎ-কে ভালোবাসেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। জিয়াগঞ্জের এই ভূমিপুত্রের জনপ্রিয়তা সাতসমুদ্র পারেও একইরকম। আরও পড়ুন-সিপিএমের মীনাক্ষীকে ‘মিনু মাসি’, জুনিয়র ডাক্তারদের ‘চোর’ বলে কটাক্ষ পরিচালক-পত্নীর, তোপ শ্রীলেখার
অগস্ট মাসে ব্রিটিশ যুক্তরাজ্য জুড়ে কনসার্ট করার কথা ছিল অরিজিৎ-এর কিন্তু শারীরিক অসুস্থতার জেরে তা বাতিল করেন। আপতত ব্রিটেন ট্যুরে অরিজিৎ। গত ১৫ই সেপ্টেম্বর লন্ডনে প্রথম শো-টি করেন গায়ক। সেইদিন এড শিরানে অরিজিৎ-এর কনসার্টে শুধু হাজির হননি, বরং মঞ্চে একসঙ্গে গানও গান বিশ্ববিখ্যাত এই দুই শিল্পী। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নিমেষে। এর মাঝেই ভাইরাল ওই কনসার্টের আরও এক মুহূর্ত।
সেখানে দেখা গেল অরিজিৎ মঞ্চে গান গাওয়ার সময় একদম প্রথমের সারিতে দাঁড়িয়ে থাকা এক মহিলা ভক্ত কেঁদে ভাসাচ্ছেন। অরিজিৎ-এর কণ্ঠে ‘ভে কমলেয়াঁ’ শুনে স্থির থাকতে পারেননি ওই ভক্ত। হয়ত অতীত স্মৃতিতে ডুব দিয়েছিলেন। এরপর অরিজিৎ 'সজনী রে' গান ধরলে হাউ হাউ করে কেঁদে উঠেন তিনি। ভক্তের চোখের জল নজর এড়ায়নি গায়কের। গিটার হাতে গাইতে গাইতেই বসে পড়েন তিনি। এরপর ইশারায় তাঁকে চোখের জল মুছতে বলেন। দেখিয়ে দেন হাসি মুখের ভঙ্গি। যেন বলতে চান- কান্না নয়, হাসি দিয়েই জীবনের সব যুদ্ধ জয় করা যায়।
অরিজিৎ-এর কথা শুনে চোখের জল মোছেন ওই ভক্ত। তারকা ও ভক্তের এই মিষ্টি মুহূর্তের ঝলক সোশ্যালে ব্যাপক ভাইরাল। অনুরাগীকে সান্ত্বনা দেওয়ার গায়কের এই ক্ষুদ্র প্রচেষ্টা মন জয় করেছে সবার।
আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন জায়গায় চলবে ‘তুম হি হো’ গায়কের অনুষ্ঠান। প্রসঙ্গত গত ২রা অগস্ট ইউকে ট্যুর বিলম্বিত করার কথা জানিয়ে অরিজিৎ লিখেছিলেন, 'সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অসুস্থতার কারণে আমার অগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি আপনারা সবাই এই শোগুলোর জন্য দারুণ ভাবে অপেক্ষা করে ছিলেন। কিন্তু আমি মন দিয়ে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়াটাকে একটি প্রমিজে পরিণত করি চলুন যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হবে।'