বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh: অঝোরে কাঁদছেন অরিজিতের মহিলা ভক্ত! মঞ্চ থেকে কী এমন করলেন গায়ক? ভাইরাল ভিডিয়ো

Arijit Singh: অঝোরে কাঁদছেন অরিজিতের মহিলা ভক্ত! মঞ্চ থেকে কী এমন করলেন গায়ক? ভাইরাল ভিডিয়ো

অঝোরে কাঁদছেন অরিজিতের মহিলা ভক্ত! মঞ্চ থেকে কী এমন করলেন গায়ক? ভাইরাল ভিডিয়ো

Arijit Singh: গিটার হাতে গান গাইছেন অরিজিৎ। মঞ্চের সামনে ঝরঝরিয়ে কান্না মহিলা ভক্তর। পরের ঘটনা মুগ্ধ করবে আপনাকে। 

আর জি কর নিয়ে প্রতিবাদের গান বেঁধে আলোচনার কেন্দ্রে অরিজিৎ সিং। 'আর কবে' এখন গোটা বাংলার প্রতিবাদী মানুষের কাছে অ্যান্থম হয়ে উঠেছে। অরিজিৎ-কে ভালোবাসেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। জিয়াগঞ্জের এই ভূমিপুত্রের জনপ্রিয়তা সাতসমুদ্র পারেও একইরকম। আরও পড়ুন-সিপিএমের মীনাক্ষীকে ‘মিনু মাসি’, জুনিয়র ডাক্তারদের ‘চোর’ বলে কটাক্ষ পরিচালক-পত্নীর, তোপ শ্রীলেখার

অগস্ট মাসে ব্রিটিশ যুক্তরাজ্য জুড়ে কনসার্ট করার কথা ছিল অরিজিৎ-এর কিন্তু শারীরিক অসুস্থতার জেরে তা বাতিল করেন। আপতত ব্রিটেন ট্যুরে অরিজিৎ। গত ১৫ই সেপ্টেম্বর লন্ডনে প্রথম শো-টি করেন গায়ক। সেইদিন এড শিরানে অরিজিৎ-এর কনসার্টে শুধু হাজির হননি, বরং মঞ্চে একসঙ্গে গানও গান বিশ্ববিখ্যাত এই দুই শিল্পী। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নিমেষে। এর মাঝেই ভাইরাল ওই কনসার্টের আরও এক মুহূর্ত।

সেখানে দেখা গেল অরিজিৎ মঞ্চে গান গাওয়ার সময় একদম প্রথমের সারিতে দাঁড়িয়ে থাকা এক মহিলা ভক্ত কেঁদে ভাসাচ্ছেন। অরিজিৎ-এর কণ্ঠে ‘ভে কমলেয়াঁ’ শুনে স্থির থাকতে পারেননি ওই ভক্ত। হয়ত অতীত স্মৃতিতে ডুব দিয়েছিলেন। এরপর অরিজিৎ 'সজনী রে' গান ধরলে হাউ হাউ করে কেঁদে উঠেন তিনি। ভক্তের চোখের জল নজর এড়ায়নি গায়কের। গিটার হাতে গাইতে গাইতেই বসে পড়েন তিনি। এরপর ইশারায় তাঁকে চোখের জল মুছতে বলেন। দেখিয়ে দেন হাসি মুখের ভঙ্গি। যেন বলতে চান- কান্না নয়, হাসি দিয়েই জীবনের সব যুদ্ধ জয় করা যায়।

অরিজিৎ-এর কথা শুনে চোখের জল মোছেন ওই ভক্ত। তারকা ও ভক্তের এই মিষ্টি মুহূর্তের ঝলক সোশ্যালে ব্যাপক ভাইরাল। অনুরাগীকে সান্ত্বনা দেওয়ার গায়কের এই ক্ষুদ্র প্রচেষ্টা মন জয় করেছে সবার। 

আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন জায়গায় চলবে ‘তুম হি হো’ গায়কের অনুষ্ঠান। প্রসঙ্গত গত ২রা অগস্ট ইউকে ট্যুর বিলম্বিত করার কথা জানিয়ে অরিজিৎ লিখেছিলেন, 'সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অসুস্থতার কারণে আমার অগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি আপনারা সবাই এই শোগুলোর জন্য দারুণ ভাবে অপেক্ষা করে ছিলেন। কিন্তু আমি মন দিয়ে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়াটাকে একটি প্রমিজে পরিণত করি চলুন যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হবে।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল স্বস্তির খবর! ভয়ের কিছু নেই,শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে হরমনপ্রীত! জানালেন স্মৃতি… চার্জশিট-সূত্রের খবরের ফারাক জানেন না কিঞ্জল!'ডাক্তারবাবু'কে কটাক্ষ TMCP নেত্রীর কালই নিম্নচাপ তৈরি, বাড়বে শক্তি, বাংলার কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে কয়েকদিন? সুদীপার বাড়িতে দুর্গাপুজো ঘিরে মহা-আয়োজন, জুটল'মিথ্যেবাদী' তকমা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.