বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video: ‘বেরিয়ে আয়’, রালিয়ার বিয়েতে পাপারাৎজিকে হুমকি নীতুর জামাই ভরতের, ঠিক কী হয়েছিল?

Viral Video: ‘বেরিয়ে আয়’, রালিয়ার বিয়েতে পাপারাৎজিকে হুমকি নীতুর জামাই ভরতের, ঠিক কী হয়েছিল?

রণবীর আলিয়ার রিসেপশনে পাপারাৎজিকে হুমকি জামাই ভরতের!

তবে কি শনিবার রণবীর আর আলিয়ার রিসেপশনে কোনও ঝামেলা হয়েছিল?

রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ে নিয়েই ব্যস্ত ছিল গোটা পরিবার। তবে, বিয়ের অনুষ্ঠানে মিডিয়ার ঢোকার অনুমতি না থাকলেও, বাইরে ভিড় করা পাপারাৎজিদের সঙ্গে প্রায়ই তাঁদের গল্প করতে দেখা গিয়েছে। আর এরকমই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক পাপারাৎজিকে কষে ধমক লাগিয়েছেন কাপুর পরিবারের জামাই, ব্যবসায়ী ভরত সাহানি। কেসটা কী?

রিসেপশনের রাতেই এই ঘটনা ঘটেছে। ফোটোর জন্য পোজ দিচ্ছিলেন ঋদ্ধিমা, নীতু আর ভরত। তখনই নীতু কোনও এক ফোটোগ্রাফারের দিকে নির্দেশ করে বলে বসেন, ‘আমায় এত বিরক্ত করেছে রোহিত, এত বিরক্ত করেছে, আমার মাথা খেয়ে নিয়েছে যাকে বলে’। আর এরপরেই ভারত, যিনি এতক্ষণ দাঁড়িয়ে ছিলেন নীতুর পিছনে এগিয়ে এসে বলেন, ‘রোহিত কে? রোহিত কে? আয় বেরিয়ে আয়…’ নীতু একজনকে দেখিয়ে দেন। যদিও ক্যামেরায় তাঁর মুখ দেখা যায়নি। তারপর হেসে নীতুকে বলতে শোনা যায়, ‘ একবারে বেরিয়ে আসো রোহিত’। আর ঋদ্ধিমা বলেন, ‘রোহিত হল মায়ের সবচেয়ে প্রিয়’। আরও পড়ুন: রণবীর-আলিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন ঋষি কাপুর! ছবি দেখে চোখ ভিজল নেটপাড়ার, দেখুন

আসলে গোটাটাই হয়েছে মজার ছলে। চলতি মাসের শুরু থেকেই আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে জটলা চলছে। নীতুকেও প্রশ্নবাণে জর্জরিত করে ফেলা হয়েছে। যদিও বিয়ের আগের দিন অবধি এই নিয়ে একবারও মুখ খোলেননি তিনি।

বিয়ের দিন ‘বাস্তু’র বাইরে থাকা সাংবাদিকদের জন্য মিষ্টির বাক্স পাঠিয়েছিলেন নবদম্পতি। রিসেপশনের দিন পাঠানো হয়েছিল কেক। বিয়ে শেষ হওয়ার পর ফোটোর জন্য পোজ দিতেও বাইরে এসেছিলেন ‘রালিয়া’ জুটি।

বন্ধ করুন