আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঢেউ যেন সমাজের সর্বস্তরে লেগেছে। ২ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত লালবাজারের সামনে জুনিয়র ডাক্তাররা যে ধর্নায় বসেছিলেন সেখানেই তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেন বহু সাধারণ মানুষ, স্থানীয়রা। বাদ যায়নি আশেপাশে দোকান, স্টলও। এদিন আবার তেমন ভাবেই অন্য আরও একটি ছবি ধরা পড়ল প্রতিবাদের। আর সেই ছবি নিমেষেই ভাইরাল হয়েছে।
কী দেখা যাচ্ছে সেই ভাইরাল ভিডিয়োতে?
এই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে মধ্যরাতে অন্যান্য একাধিক কমরেডদের সঙ্গে রাজপথে বসে স্লোগান দিচ্ছেন বাম যুবনেত্রী দীপ্সিতা ধর। তাঁর কণ্ঠে আজাদি স্লোগান। মুষ্টিবদ্ধ হাত ছুঁড়ছেন আকাশের দিকে। তবে তিনি একা বা তাঁর কমরেডরা সেই স্লোগান দিচ্ছিলেন না। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিল কিছু খুদেও।
এই পথ শিশুদের তাঁদের সঙ্গে রাজপথে বসে আজাদি স্লোগান তুলতে দেখা যায়। শুধুই কি তাই? একটা সময় তাঁরা উত্তেজিত হয়ে উঠে পড়ে। ঘুরে ঘুরে, নেচে নেচে এই স্লোগান দিতে থাকে।
তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সেটা নিমেষে ভাইরাল হয়েছে। শেয়ার হয়েছে বহুবার। মাত্র কয়েক ঘন্টায় ত্রিশ হাজারের উপর ভিউজ পেয়েছে। এক ব্যক্তি এই পোস্টে লেখেন, 'বাহ্ খুব ভালো লাগছে। এরাই তো ভবিষ্যতের আলো দেখাবে।' আরেকজন লেখেন, 'লাল সেলাম কমরেডদের, দীপ্সিতাকে শুভেচ্ছা।' কেউ কেউ আবার যদিও এটার বিরোধিতাও করেছেন, ছোটদের এভাবে স্লোগান দেওয়ানোর জন্য।
প্রসঙ্গত ৩ সেপ্টেম্বর শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের কাছে বামেদের মিছিল এবং জমায়েত ছিল। তাঁদের সেই মিছিলে যেন মানুষের ঢল নেমেছিল। একাধিক ছবি ভিডিয়ো ভাইরাল হয়েছে এই মিছিলের।