আরজি কর কাণ্ডের প্রতিবাদ নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। এদিন মুখ্যমন্ত্রী মিটিংয়ের লাইভে আপত্তি জানালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ চিকিৎসকরা সেই কথা মানেননি। কিন্তু এত সমস্ত জটিলতার মধ্যেও জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের একাধিক ভাইরাল মুহূর্তে নজর কাড়ছে নেটিজেনদের।
আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রী হিসেবে যেটুকু বলার...' মমতার উৎসবে ফেরার বক্তব্যকে সমর্থন ইশার? পুজো প্ল্যানিং নিয়ে কী বললেন?
কী দেখা যাচ্ছে ভিডিয়োতে?
একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে এক ব্যক্তি নিজের পরিচয় দিয়ে জানাচ্ছেন তিনি পেশায় একজন ট্রাভেল এজেন্সির কর্মী। এদিন তিনি আন্দোলনরত চিকিৎসকদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলেন। আর সেটা বিলি করতে করতেই বলেন, 'ভগবানকে তো মিষ্টি দিই আমরা। তাই জ্যান্ত ভগবানদের জন্যও তাই আনলাম। আমারও একটা মেয়ে আছে। কাল ওর যদি কিছু হয়....'
এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই নিমেষে তা ভাইরাল হয়েছে। এক ব্যক্তি লেখেন, 'স্যালুট, এগিয়ে যাক আন্দোলন। বিচার পাক অভয়া। আগামীতে যেন আর অভয়া তৈরি না হয়। এই আন্দোলনের ইতিহাস লেখা হলে এঁদের নাম হয়তো থাকবে না, কিন্তু এঁরা পাশে না থাকলে এতদূর আন্দোলন এগোত না' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'ধন্যবাদ স্যার আপনাকে অনেক অনেক স্যালুট।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ক্রাইসিস এলেই মহামানবের দেখা মেলে, ভালো থাকবেন দাদা।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'সকলে একসাথে তৃণমূল, মমতাকে ভোট দেওয়া বন্ধ করলেই সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র বিচার প্রতিবাদ আর শাস্তি নয় সাথে সাথে চাই মমতার পদত্যাগ।'
আরেকটি ছবিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে দুঃস্থ শিশুদের হাতে প্লেটে কিছু খাবার রয়েছে। তাতে কলা, ডিম, ইত্যাদি রয়েছে। এই ছবি পোস্ট করে জানানো হয় চিকিৎসকদের জন্য এদিন বহু মানুষ খাবার পাঠিয়েছেন। নষ্ট করার বদলে সেই অতিরিক্ত খাবারগুলো চিকিৎসকরা রবিনহুড আর্মি নামক এক সংগঠনের সাহায্যে দুঃস্থ শিশুদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন।
আরও পড়ুন: 'পুরোটাই পূর্বপরিকল্পিত', বিতর্কেও পরিচালকের ঢাল হয়ে দাঁড়িয়ে অরিন্দম সঙ্গী! নিশানা সাধলেন কাকে?
এই ছবিও নেটিজেনদের নজর কেড়েছে। এক ব্যক্তি লেখেন, 'অফুরান ভালবাসা তোমাদের জন্য।' আরেকজন লেখেন, 'খুব ভালো লাগল। অসাধারণ কাজ তোমরাই পারো করতে। চালিয়ে যাও তোমাদের লড়াই। আমরা সাধারণ মানুষ মনে প্রাণে তোমাদের সাথে আছি। তোমাদের জয় হবেই।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ডাক্তার হল ঈশ্বরের রূপ, তাই তোমাদের দ্বারাই এই অসাধারণ কাজ করা সম্ভব, তোমরা লড়াই চালিয়ে যাও তোমাদের সাথে আমরা আছি। জয় তোমাদের হবেই হবে।'