বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral: স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত ডাক্তারদের মিষ্টি বিলি ট্রাভেল এজেন্টের! বললেন, 'জ্যান্ত ভগবানদের জন্য...'

Viral: স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত ডাক্তারদের মিষ্টি বিলি ট্রাভেল এজেন্টের! বললেন, 'জ্যান্ত ভগবানদের জন্য...'

স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত ডাক্তারদের মিষ্টি বিলি ট্রাভেল এজেন্টের!

Viral: আরজি কর কাণ্ডের প্রতিবাদ নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। এদিন মুখ্যমন্ত্রী মিটিংয়ের লাইভে আপত্তি জানালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ চিকিৎসকরা সেই কথা মানেননি। কিন্তু এত সমস্ত জটিলতার মধ্যেও জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের একাধিক ভাইরাল মুহূর্তে নজর কাড়ছে নেটিজেনদের।

আরজি কর কাণ্ডের প্রতিবাদ নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। এদিন মুখ্যমন্ত্রী মিটিংয়ের লাইভে আপত্তি জানালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ চিকিৎসকরা সেই কথা মানেননি। কিন্তু এত সমস্ত জটিলতার মধ্যেও জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের একাধিক ভাইরাল মুহূর্তে নজর কাড়ছে নেটিজেনদের।

আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রী হিসেবে যেটুকু বলার...' মমতার উৎসবে ফেরার বক্তব্যকে সমর্থন ইশার? পুজো প্ল্যানিং নিয়ে কী বললেন?

আরও পড়ুন: রাত প্রায় সাড়ে ৩ টে! তবুও চোখে ঘুম নেই নবদম্পতির, মধ্যরাতে বেডরুমে কাঞ্চনের সঙ্গে কী করছেন ফাঁস করলেন শ্রীময়ী নিজেই

কী দেখা যাচ্ছে ভিডিয়োতে?

একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে এক ব্যক্তি নিজের পরিচয় দিয়ে জানাচ্ছেন তিনি পেশায় একজন ট্রাভেল এজেন্সির কর্মী। এদিন তিনি আন্দোলনরত চিকিৎসকদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলেন। আর সেটা বিলি করতে করতেই বলেন, 'ভগবানকে তো মিষ্টি দিই আমরা। তাই জ্যান্ত ভগবানদের জন্যও তাই আনলাম। আমারও একটা মেয়ে আছে। কাল ওর যদি কিছু হয়....'

এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই নিমেষে তা ভাইরাল হয়েছে। এক ব্যক্তি লেখেন, 'স্যালুট, এগিয়ে যাক আন্দোলন। বিচার পাক অভয়া। আগামীতে যেন আর অভয়া তৈরি না হয়। এই আন্দোলনের ইতিহাস লেখা হলে এঁদের নাম হয়তো থাকবে না, কিন্তু এঁরা পাশে না থাকলে এতদূর আন্দোলন এগোত না' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'ধন্যবাদ স্যার আপনাকে অনেক অনেক স্যালুট।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ক্রাইসিস এলেই মহামানবের দেখা মেলে, ভালো থাকবেন দাদা।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'সকলে একসাথে তৃণমূল, মমতাকে ভোট দেওয়া বন্ধ করলেই সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র বিচার প্রতিবাদ আর শাস্তি নয় সাথে সাথে চাই মমতার পদত্যাগ।'

আরেকটি ছবিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে দুঃস্থ শিশুদের হাতে প্লেটে কিছু খাবার রয়েছে। তাতে কলা, ডিম, ইত্যাদি রয়েছে। এই ছবি পোস্ট করে জানানো হয় চিকিৎসকদের জন্য এদিন বহু মানুষ খাবার পাঠিয়েছেন। নষ্ট করার বদলে সেই অতিরিক্ত খাবারগুলো চিকিৎসকরা রবিনহুড আর্মি নামক এক সংগঠনের সাহায্যে দুঃস্থ শিশুদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন।

আরও পড়ুন: 'পুরোটাই পূর্বপরিকল্পিত', বিতর্কেও পরিচালকের ঢাল হয়ে দাঁড়িয়ে অরিন্দম সঙ্গী! নিশানা সাধলেন কাকে?

এই ছবিও নেটিজেনদের নজর কেড়েছে। এক ব্যক্তি লেখেন, 'অফুরান ভালবাসা তোমাদের জন্য।' আরেকজন লেখেন, 'খুব ভালো লাগল। অসাধারণ কাজ তোমরাই পারো করতে। চালিয়ে যাও তোমাদের লড়াই। আমরা সাধারণ মানুষ মনে প্রাণে তোমাদের সাথে আছি। তোমাদের জয় হবেই।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ডাক্তার হল ঈশ্বরের রূপ, তাই তোমাদের দ্বারাই এই অসাধারণ কাজ করা সম্ভব, তোমরা লড়াই চালিয়ে যাও তোমাদের সাথে আমরা আছি। জয় তোমাদের হবেই হবে।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.