সম্প্রতি একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মশলা ধোসা দিয়ে আইসক্রিম মিশিয়ে একটি রোল বানানো হচ্ছে। আর সেটা দেখেই রীতিমত তাজ্জব বনে গেছেন নেটিজেনরা।
আরও পড়ুন : ফসিলসের শোতে শ্রোতাদের মাদক সেবন, মদ্যপান! মঞ্চ থেকে রূপম গর্জিয়ে বললেন, 'মুখে যদি গন্ধ পাওয়া যায়...'
কী ঘটেছে?
এদিন এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে এক ব্যক্তি একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি মশলা ধোসার একটা টুকরো নিয়ে তার সঙ্গে ভ্যানিলা আইসক্রিম মেশাচ্ছেন। দুটো খাবারকে ভালো করে মিশিয়ে তারপর সেটা রোল বানিয়ে পরিবেশন করছেন। এই ভিডিয়ো বর্তমানে ভাইরাল নেটপাড়ায়।
আরও পড়ুন : লালন গীতির সঙ্গে কবীরের দোহা মিলেমিশে একাকার! শুভা মুদগলের কণ্ঠে 'স্পষ্ট বাংলা' শুনে অভিভূত নেটপাড়া
আরও পড়ুন : শাহরুখের পড়শি হতে চললেন রণবীর - দীপিকা! মেয়েকে নিয়ে কবে শিফট করছেন ১০০ কোটির নতুন বাড়িতে?
এক ব্যক্তি লেখেন, 'সংবিধান এটা অ্যালাও করল? এটা তো রীতিমত অন্যায়! শাস্তি হওয়া উচিত
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। অনেকেই আবার শেয়ার করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ধোসা আর আইসক্রিম দুটোকেই শেষ করল। আজকাল যেন যা খুশি বানালেই হল! লোকজনের সেটা নিয়ে নাচানাচি শুরু।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এটা পুরো অত্যাচার। জঘন্য একেবারে।' কেউ আবার লেখেন, 'কারা খায় এসব অখাদ্য, কুখাদ্য?'
তবে খালি মশলা ধোসার সঙ্গে আইসক্রিম মেশানো নয়, কখনও বিরিয়ানি দিয়ে আইসক্রিম তো ফল দিয়ে বিরিয়ানি বা বিভিন্ন ধরনের ফুলের ভাজা, ইত্যাদিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে। কখনও কখনও সেই ভিডিয়ো ভাইরাল হয়।
আরও পড়ুন : গোলাপ কাণ্ডের জের! মিশমির মান ভাঙাতে ইন্ডিয়ান আইডলের মঞ্চে সাধের চুল কেটে ফেললেন প্রিয়াংশু?
আরও পড়ুন : মকর সংক্রান্তিতেই এল সুখবর! শ্রদ্ধা এবার ‘স্ত্রী’ থেকে 'নাগিন' -এর ভূমিকায়! কবে থেকে শুরু হচ্ছে শ্যুটিং?
আপনি এমন একটা সুযোগ পেলে কি ট্রাই করতেন এই পদ?