আরজি করের চিকিৎস তরুণীর নৃশংস খুন ও ধর্ষণের ঘটনার পর কেটেছে ৩৭ দিন। বিচারের অপেক্ষায় গোটা বাংলা। পথে-ঘাটে চলছে প্রতিবাদ। ক্রমেই জোরালো হচ্ছে ‘জাস্টিস ফর আরজি কর’ ধ্বনি। আর আর্জি নয়, এবার দাবি কর, এমন কথাই বলছেন প্রতিবাদীরা। আরও পড়ুন-'ওদের লেভেলে নামতে পারব না, ওটা আমার শিক্ষা নয়', দেবাংশু-কুণালকে মোক্ষম জবাব মৌসুমীর
প্রতিবাদের ঢেউ শুধু শহর কলকাতাতে আটকে নেই, আছড়ে পড়ছে শহরতলি থেকে গ্রামে। কিন্তু এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক কাকুর নাচ। রাজপথ দখল করে ‘তিলোত্তমার বিচার চাই’ এমন ব্যানারের সামনে কার্যত জ্ঞান হারা হয়ে নাচতে দেখা গেল এক অজ্ঞাত পরিচয়কে।
রাস্তার চারপাশে তরুণ-তরুণীরা ঘিরে রয়েছে সেই ব্যক্তিকে। ‘মাথার ঘাম পায়ে ফেলে নাচিতে লাগিলাম..’ এই কথা বলে মাথা দুলিয়ে নেচেই চলেছেন তিনি। ভিডিয়োতে এক মহিলা কণ্ঠও শোনা যাচ্ছে। তাঁকে বলতে শোনা গেল- ‘কাকু আমার লাইভের ভিউজ বাড়ছে। ইয়ো কাকু…’।
প্রতিবাদের এই ভাষা অবশ্য না-পসন্দ নেটপাড়ার। একজন নেটিজেন লেখেন, ‘সস্তার নেশা’। অপর একজন লেখেন, ‘অপরাধের বিচার চাই না, কেবল রিলের কনটেন্ট চাই’। আরেক এক্স ইউজার বামপন্থীদের কটাক্ষ করে লেখেন, ‘অতৃপ্ত আত্মা, বহুদিন পর রাস্তায় নামার সুযোগ পেয়েছে, মনে পুষে রাখা অষ্টম বামফ্রন্ট সরকারের না হওয়ার দুঃখ প্রকাশ করছে’। কেউ আবার লিখলেন,'প্রতিবাদের ভাষা এখন ড্রাগের নেশায় পরিনত হয়েছে।'
ওদিকে সোমবার পঞ্চমবারের চেষ্টার পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে চলছে রুদ্ধদ্বার বৈঠক। রাজ্য চাইছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠুক, অন্যদিকে আরজি করের চিকিৎসক তরুণীর খুন-ধর্ষণের সুবিচার-সহ পাঁচদফা দাবি নিয়ে মমতার দুয়ারে আন্দোনলকারীদের প্রতিনিধি দল। পুলিশ কমিশনারের অপসারণ, স্বাস্থ্য সচিব থেকে শুরু করে স্বাস্থ্য-চিকিৎসা অধিকর্তা এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তাকে অপসারণের মতো দাবি আদেও রাজ্য সরকার মানবে কিনা, তা নিয়ে অনেকেই সন্দিহান।
শনিবার চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণের মামলাতেও সিবিআই গ্রেফতার করেছে সন্দীপ ঘোষকে, সঙ্গে সিবিআইয়ের জালে টালা থানার ওপি অভিজিৎ মণ্ডলও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপ নতুন প্রাণ এনে দিয়েছে আন্দোলকারীদের মনে। মঙ্গলে সুপ্রিম শুনানির আগে এই বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে সকলেই।