বাংলা নিউজ > বায়োস্কোপ > আহা রে! ‘পেনের কালি ছিল না বলে পদার্থবিদ্যায় ১০০-য় ৯৮ পেয়েছি’, ট্রোলড মাধবীলতা

আহা রে! ‘পেনের কালি ছিল না বলে পদার্থবিদ্যায় ১০০-য় ৯৮ পেয়েছি’, ট্রোলড মাধবীলতা

মাধবীর কষ্ট দেখে কী প্রতিক্রিয়া নেটপাড়ার?

Madhabilata Trolling: ‘নিউটনের নাতনি’ বলে চরম খিল্লির মুখে ‘মাধবীলতা’। নায়িকার ‘জ্ঞানের হদিশ’ দিতে গিয়ে বড্ড বাড়াবাড়ি করে ফেলেছেন নির্মাতারা, বলছে দর্শক। 

সিরিয়ালে গল্পের গরু গাছে ওঠে সেটা কারুর অজানা নয়। তবে মাঝেমধ্যে সিরিয়ালে এমন কিছু দৃশ্য বা সংলাপ দেখানো হয় যা দেখে হাসি আটকানো মুশকিল। বাংলা সিরিয়ালের নানান দৃশ্য নিয়ে সময়ে সময়ে ট্রোলিংও হয়েছে। কখনও উড়ন্ত সিঁদুর কখনও বা উড়ন্ত মালায় বিয়ে হোক কিংবা বাথরুম স্ক্রাবার দিয়ে হৃদরোগে আক্রান্তের চিকিৎসা- সবই দেখেছে দর্শক। আসলে টিআরপি বাড়ানোর চক্করে অনেক সময়ই প্রত্যেকটা বিষয়কে অতিরঞ্জিত করে তুলে ধরা হচ্ছে, যা শেষমেষ গাঁজাখুরি গল্পে পরিণত হচ্ছে। এবার ট্রোলের মুখে পড়ল মাধবীলতা। প্রত্যন্ত গ্রামের মেয়ে মাধবীলতা পড়াশোনাতে তুখোড়,তাঁর জ্ঞানের শেষ নেই। তবে মাধবীলতার ‘জ্ঞানের হদিশ’ দিতে গিয়ে নির্মাতারা এমন কাণ্ড করলেন যা দেখে হাসি থামছে না নেটিজেনদের।

এক এপিসোডে ‘গ্লোবাল ওয়ার্মিং’ নিয়ে শ্বশুরমশাইয়ের ক্লাস নিচ্ছিল মাধবী। সেখানে স্টিভেন হকিং-এর নাম বলে সবুজকে চমকে দেয় মাধবীলতা। কেন গাছ লাগানোর, গাছ বাঁচানোর দরকার তা গড়গড়িয়ে বলতে থাকে মাধবীলতা। সবুজের প্রশ্নের মুখে পড়ে নায়িকা বলেন, ‘কেন? আমরা প্রত্যন্ত গ্রামে জন্মায়েছি বলে কি অশিক্ষিত? আমি পদার্থ বিদ্যায় ১০০-র মধ্যে ৯৮ পেয়েছি। আর ওই দু-নম্বর পাইনি কেন জানেন? যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম সেই কলমটার কালি ফুরিয়ে গিয়েছিল। একটার বেশি দুটো কলম কেনবার পয়সা ছিল না। তাই শেষ প্রশ্নটার উত্তর আমি লিখতে পারি নাই। আমার জানা প্রশ্ন ছিল, তবু পারি নাই। আমি সবার থেকে কলমটা চায়েছি কিন্তু কেউ দেয় নাই’।

মাধবীলতার ‘কষ্ট’ দেখে হাসি থামছে না নেটপাড়ার। এই ভিডিয়ো নিয়ে মিমের ছড়াছড়ি। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘নিউটনের নাতনি’। অপর একজন লেখেন, ‘নিউটনের আপেল সোজা মাধবীর খাতার পাতায় পড়েছিল’। এক নেটিজেন মজার ছলে লেখেন- ‘কী আর করলাম জীবনে, মাধবীর দুঃখের কথা শুনে হালকা করে মরে গেলাম’। কেউ কেউ লিখেছেন, ‘অতিরিক্ত গাঁজা খেয়ে স্ক্রিপ্ট লিখলে যা হয় আর কী’।

স্টার জলসার পর্দায় গত ২২শে অগস্ট থেকে শুরু হয়েছে মাধবীলতা। নাম ভূমিকায় রয়েছেন শ্রাবণী ভুঁইয়া। নায়কের চরিত্রে রয়েছেন সুস্মিত মুখোপাধ্যায়। আদিবাসী মেয়ের গাছ বাঁচানোর লড়াই নিয়ে এই ধারাবাহিক। ইতিমধ্যেই টিআরপি তালিকাতে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে এই মেগা। তাই ট্রোলিং সঙ্গে থাকলেও ‘মাধবীলতা’র জনপ্রিয়তা নিয়ে কিন্ত কোনও দ্বিমত নেই।

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

৮০ কোটির ফ্ল্যাট জলের দরে বউকে বিক্রি রাজ কুন্দ্রার! ED-র নজরে শিল্পা শেট্টিও মা মেয়ে দুজনেই দক্ষ অভিনেত্রী, আবার আছে কাপুর পরিবারের সঙ্গে যোগ, চিনতে পারলেন? IPL 2024-এ বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন! ১ নম্বরে আছেন মাহি, তালিকায় কারা রয়েছেন ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! ইউভানের ক্ষেত্রে একাজ করেন একদিনে! তবে ইয়ালিনির জন্য এখনও করলেন না রাজ-শুভশ্রী সাত দিনে ৩ বার TMCর হামলার মুখে অধীর, মমতাকে বললেন, রক্তচক্ষু অন্য কাউকে দেখাবেন 'আরও রিসার্চ...' ভুলে ভরা অজয়ের ময়দান! তথ্য বিকৃতির অভিযোগ ফুটবলারদের পরিবারের ‘‌কংগ্রেস রাজপুত্রের জন্য খুঁজতে হবে আরও একটি নিরাপদ আসন’‌, কটাক্ষ মোদীর প্যান্ট নামিয়ে টোনড অ্যাবস ফ্লন্ট, ডায়েটে ঘি-এর সঙ্গে আর কী খান, জানালেন সাবা বার্ড ফ্লু ভাইরাসের H5N1 স্ট্রেইন মিলল দুধে! উদ্বেগের পারদ চড়িয়ে জানাল WHO

Latest IPL News

ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার ২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.