বাংলা নিউজ > বায়োস্কোপ > রোজ সকাল ৫টায় চা নিয়ে আসেন সল্টলেকে ডাক্তারের ধর্নাস্থলে, চিনে নিন কেষ্টপুরের এই দাদা-বউদিকে

রোজ সকাল ৫টায় চা নিয়ে আসেন সল্টলেকে ডাক্তারের ধর্নাস্থলে, চিনে নিন কেষ্টপুরের এই দাদা-বউদিকে

ডাক্তার আন্দোলনে চা নিয়ে আসেন রোজ এই দাদা-বউদি।

এরই মাঝে এক দম্পতির ভিডিয়ো ভাইরাল। দেখা যাচ্ছে, ভোর রাতে দুজনে স্কুটি চালিয়ে হাজির হন সল্টলেকে। আন্দোলনে থাকা ডাক্তারদের জন্য আনেন গরম গরম চা। ভিডিয়ো দিলেন গায়িকা লগ্নজিতা। 

গোটা বাংলার মানুষ নানাভাবে সাহায্য করার চেষ্টা করছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে, যেভাবে তারা প্রাণপণ লড়াই করে যাচ্ছেন, তাতে উদ্যম পেয়েছে গোটা বাংলা। সাধারণ মানুষ, যেভাবে পারছেন এগিয়ে আসছেন। কেউ কেউ তো বাড়ির রান্না করা খাবারও নিয়ে আসছেন। ডাক্তারদের কী চাই, পোস্টের অপেক্ষায় মুখিয়ে সকলে। দেখতে পেলেই তা পূরণ হচ্ছে, আধা ঘণ্টা-চল্লিশ মিনিটে।

এরই মাঝে এক দম্পতির ভিডিয়ো ভাইরাল। দেখা যাচ্ছে, ভোর রাতে দুজনে স্কুটি চালিয়ে হাজির হন সল্টলেকে। সেই কেষ্টপুর থেকে চা বানিয়ে নিয়ে আসেন তাঁরা। যাতে সকালে ঘুম থেকে উঠেই গরম গরম চায়ে চুমুক দিতে পারে, আন্দোলনে রাত রাস্তায় কাটানো ছেলেমেয়েগুলো।

রোজ ৫টাক মধ্যে চলে আসেন। ভাবছেন তাহলে ঘুম থেকে ওঠেন কটায়? বউদি জানালেন, রাত ৩টেয় উঠে পড়েন। যখন প্রশ্ন করা হয়, আরেকটু বেশি ঘুমোতে ইচ্ছে করে না! তাতে জবাব এল, সবাই রাত জাগছে। তাই তাঁরও ইচ্ছে হয় না ঘুমিয়ে সময় নষ্ট করবেন।

আরও পড়ুন: ভালোবাসায় মোড়া হৃদয়! চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে অদিতি-সিদ্ধার্থ, সাজে অপরূপ বর-কনে

দাদা জানান, তিনি মেডিকেল লাইনের লোক। অক্সিজেন, আয়া নার্স দেন। মানুষের পাশে থাকা নিজের কর্তব্য মনে করেন। আর বউদি আসেন, তিলোত্তমার জন্য আন্দোলনে ভাগিদার হতে। শুধু তাই নয়, বিকেলেও আসেন দুজনে। তবে তখন চা নিয়ে নয়, এসে সঙ্গ দেন আন্দোলনকারীদের। গায়িকা লগ্নজিতা এই ভিডিয়োখানা শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে। 

আরও পড়ুন: আরজি কর নিয়ে মুখ খোলায় কুণাল-দেবাংশুর যৌথ আক্রমণ টলি অভিনেত্রীকে! একজন বানাল বৌমা,অন্য জন ‘দজ্জাল’

এক নেট-নাগরিক মন্তব্য করেন, ‘এত অবক্ষয়ের মাঝেও আশা ভরসার ঝিলিক। তোমাদের অনেক অনেক ভালোবাসা’। আরেকজন লিখলেন, ‘তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। ভালো থেকো।’ তৃতীয়জনের মন্তব্য, ‘দুজনকেই প্রণাম’।

আরও পড়ুন: বিয়ের আংটি খোলা, মেয়ে নিয়ে বচ্চন বধূ ছেড়েছেন দেশ! কোথায় দেখা গেল ঐশ্বর্য-অভিষেক

প্রসঙ্গত, সোমবার কালীঘাট যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আজ বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে বসছে বৈঠক। সরকারের তরফেই প্রথম প্রস্তাব আসে তাঁদের কাছে। তবে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, কোনো ভিডিয়ো করতে দেওয়া হবে না। হবে না লাইভ স্ট্রিমিংও। তবে মিটিংয়ের সারবস্তা থাকবে দু পক্ষের কাছে। আর তাতে দু পক্ষই সই করবে। দেখার যে ৫ দফা দাবি জুনিয়র ডাক্তাররা রেখেছেন, তা মিটিয়ে কাজে ফেরেন কি না তাঁরা। আজই শেষ হয় নাকি স্বাস্থ্যভবনের সামনে ধর্না। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.