সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, এক সাংবাদিকের হাতের ফোন কেড়ে নিচ্ছেন রাজপাল যাদব। শুধু তাই নয়, ভুল ভুলাইয়া ৩ অভিনেতা বেশ সমালোচিতও হয়েছেন সেই ফুটেজ ঘিরে।
সাংবাদিকের ফোন কেড়ে নিলেন রাজপাল
উত্তরপ্রদেশের একটি প্রথম সারির হিন্দি প্রকাশনায় কর্মরত এক সাংবাদিক একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ক্লিপটিতে দেখা যাচ্ছে, রাজপালকে ঘিরে রয়েছেন অন্য এক সাংবাদিক, যিনি তাঁর ফোনে ভিডিয়ো রেকর্ড করছিলেন অভিনেতার। যখন রাজপালকে জিজ্ঞাসা করা হয় যে, বর্তমানে তাঁর হাতে কেমন কাজ রয়েছে, তাতে তিনি জবাব দেন যে, এখন প্রতি দেড় মাস অন্তর দর্শক তাকে দেখতে পারবে।
এরপরই দীপাবলির দিন রাজপালের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করেন ওই সাংবাদিক। আর তাতে দেখা যায়, রাজপাল বিরক্ত হয় এবং সেই সাংবাদিকের হাতের ফোনটি কেড়ে নেয়। যে সাংবাদিক ভিডিয়োটি শেয়ার করেছেন, তিনি আরও দাবি করেছেন যে রাজপাল ফোনটি ছুঁড়ে ফেলার চেষ্টা করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে রাজপালের রাগ, বলা ভালো শোরগোল ফেলে দিয়েছে।
রাজপালের দীপাবলি বিতর্ক
এই সপ্তাহের শুরুতে, রাজপাল তার ভক্তদের কাছে এই দীপাবলিতে আতশবাজি না ফাটানোর জন্য অনুরোধ করেছিলেন, কারণ এটি বায়ু এবং শব্দ দূষণে উল্লেখযোগ্য অবদান রাখে। তবে সমালোচনার মুখে পড়ে তিনি সেই আবেদন মুছে ফেলেন এবং নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি নতুন ভিডিও শেয়ার করেন।
ভিডিয়োতে রাজপাল হিন্দিতে বলেন, ‘হ্যালো বন্ধুরা। দীপাবলির জন্য শুভকামনা! দু'দিন আগে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছিল, যা আমি তৎক্ষণাৎ সরিয়ে ফেলি। ভিডিয়োটি দেখে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি চাই আপনি ধুমধামের সঙ্গে দীপাবলি উদযাপন করুন, সুস্থ থাকুন এবং ব্যস্ত থাকুন। জয় হিন্দ! জয় ভারত!’ তিনি ক্যাপশনে আরও যোগ করেছিলেন যে, তাঁর উদ্দেশ্য কখনোই দীপাবলির সঙ্গে আসা উদযাপনকে ম্লান করা ছিল না।
রাজপালকে বর্তমানে দেখা যাচ্ছে আনিস বাজমির হরর কমেডি 'ভুল ভুলাইয়া থ্রি'-তে, যেখানে তিনি ছোটা পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০০৭ সালে তাঁর সহকর্মী প্রিয়দর্শন পরিচালিত ভুল ভুলাইয়া ছবিতে প্রথম এই চরিত্রে অভিনয় করেন তিনি। এমনকী, অনিস বাজমির ভুল ভুলাইয়া ২-এরও অংশ ছিলেন। আগামীতে তাকে কালিসের অ্যাকশন থ্রিলার 'বেবি জন'-এ দেখা যাবে, যেখানে বরুণ ধাওয়ান অভিনয় করবেন।