মহাভারত বা রামায়ণ নিয়ে অনেকেরই দারুণ আগ্রহ। এই দুই মহাকাব্য সম্পর্কিত নানা লোককথা, গল্প শুনতে ভালোবাসলেও অনেকেই ১০০ কৌরবের নাম তো ছেড়ে দিন ধৃতরাষ্ট্রের মেয়ের নামটুকু বলতে পারবেন কিনা। সেখান এই যুবক গড়গড়িয়ে ১০০ কৌরবের নাম বলে তাক লাগালেন সবাইকে। কী বলছে নেটপাড়া?
কী ঘটেছে?
এদিন জি তেলেগু চ্যানেলের একটি রিয়েলিটি শোয়ের ক্লিপ দারুণ ভাইরাল হয়। সেখানেই এক যুবককে এক বিচারক জিজ্ঞেস করেন যে কৌরবদের নাম কী। তিনি বিন্দুমাত্র না ভেবে উল্টে রিংটোন বা খানিক গানের সুরে ১০০ কৌরবের নাম গড়গড়িয়ে বলে যান। তাঁর কাণ্ড দেখে শোয়ের বিচারক, দর্শক, সঞ্চালক তো বটেই নেটিজেনরাও রীতিমত মুগ্ধ হয়েছেন।
এদিন এক ব্যক্তি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'এই শোয়ের সঞ্চালক দর্শকদের জিজ্ঞেস করেন যে কে ১০১ কৌরবের নাম জানেন? জবাবে এই ব্যক্তি ১০১ জনের নাম রিংটোনের কত বলে গেলেন। হয়তো ধৃতরাষ্ট্র, গান্ধারীও এতগুলো নাম মনে রাখতে পারতেন না।'
কে কী বলছেন?
একজন এই ভাইরাল পোস্টে মন্তব্য করে লেখেন, 'বাপরে! কুর্নিশ ওঁকে। এই সময় যেখানে অনেকেই জানে না যে পাণ্ডব, কৌরব। কারা সেখানে এভাবে সব নাম মনে রাখা সহজ না।' আরেকজন লেখেন, 'আর কেউ কেউ তো পাঁচজন পাণ্ডবের নামটুকু বলতে পারে না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'উনি ভুল বললেও কেউ ধরাতে পারবে না। কারণ কেউ জানেই না সব নাম।'
প্রসঙ্গত এই ভিডিয়োটি এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে ১ লক্ষের বেশি ভিউজ পেয়েছে। রিটুইট হয়েছে বহুবার। এই বিষয়ে আরও বলে রাখা ভালো, মহাভারতে দুর্যোধন, দুঃশাসন, দুঃশলা বা জুজুৎসুদের নাম যত বেশি লোকজন জানেন তার সিকিভাগ বাকি কৌরবদের নাম জানেন না।