বাংলা নিউজ > বায়োস্কোপ > SRK Viral Video: ‘ভালোমানুষির মুখোশ খুলে গেল’, বৃদ্ধকে সজোরে ধাক্কা শাহরুখের! ছিছিকার নেটপাড়ায়, রইল ভিডিয়ো

SRK Viral Video: ‘ভালোমানুষির মুখোশ খুলে গেল’, বৃদ্ধকে সজোরে ধাক্কা শাহরুখের! ছিছিকার নেটপাড়ায়, রইল ভিডিয়ো

ফ্রেমে ঢুকে পড়ায় বৃদ্ধকে সজোরে ধাক্কা শাহরুখের! ছিছিকার নেটপাড়ায়, রইল ভিডিয়ো

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় এক বৃদ্ধকে ‘ধাক্কা’ শাহরুখের। কেবলমাত্র ফ্রেমে ঢুকে পড়াই ছিল ওই বয়স্ক মানুষটার অপরাধ! নায়কের কীর্তি দেখে হতভম্ব সকলে। 

আচমকাই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে শাহরুখ খান। ইতিহাসের পাতায় নাম লেখানোর দিনই কিং খানের কপালে জুটল তিরস্কার। শনিবার লোকার্নো চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে প্রথম ভারতীয় সেলিব্রিটি হিসেবে আজীবন সম্মাননা পুরস্কার 'পার্দো আল্লা ক্যারিয়ারা' বা 'ক্যারিয়ার লেপার্ড'-এ সম্মানিত হন নায়ক। তবে সেই সাফল্যকে ছাপিয়ে গেল এক বিতর্ক। অনুষ্ঠানের রেড কার্পেট ভিডিয়ো সোশ্যালে তুমুল ভাইরাল, যেখানে ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় এক প্রৌঢ়কে সজোরে ধাক্কা মারতে দেখা গেল শাহরুখ খানকে। 

লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে শাহরুখের একটি ভিডিয়ো শেয়ার করেন এক এক্স ব্যবহারকারী, যেখানে অভিনেতা একপাশে ফটোগ্রাফারদের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে এগিয়ে যান। অভিনেতা আপাতদৃষ্টিতে ব্যক্তিটিকে 'ধাক্কা' দিয়েছিলেন যাতে তিনি ছবি তোলার সময় ফ্রেমে না আসেন। ওই বয়স্ক ব্যক্তি এরপর হাত তুলে ক্ষমাও চান শাহরুখের কাছে। যদিও বলিউড বাদশার এহেন আচরণে হতভম্ব নেটিজেনরা। অধিকাংশই শাহরুখের সমালোচনায় মুখর হয়েছেন। 

আরও পড়ুন-বিদেশের মাটিতে সম্মানিত হয়েও ভুললেন না দেশের সংস্কৃতি! পার্দো আলা ক্যারিয়েরা অ্যাওয়ার্ড পেয়ে কী করলেন শাহরুখ?

একজন এক্স ব্যবহারকারী বলেন, ‘ওই বৃদ্ধকে শাহরুখ এভাবে ধাক্কা দিলেন!! লজ্জা হওয়া উচিত শাহরুখ খানের।’ আরেকজন লিখেছেন, ‘সবসময়ই জানতাম উনি (শাহরুখ) ভালো মানুষ নন, শুধু ভালো সাজার ভান করেন’। 

আরেকজন টুইট করেছেন, 'আসলে এটা মোটেই কৌতুকপূর্ণ আচরণ নয়, শাহরুখের ঔদ্ধত্য! বৃদ্ধ লোকটি যদি শাহরুখের সঙ্গেও একই কাজ করেন? কেউ অভিনেতার উদ্দেশেও লিখেছেন, ‘বরাবরই অভদ্র। তিনি এমন আচরণ করেন যেন তিনি সবার ঊর্ধ্বে’। 

ভক্তরা শাহরুখ খানের পাশে দাঁড়ালেন

যদিও শাহরুখ ভক্তরা দাবি করেন, নিছকই মজা করে প্রিয় তারকা ওই ব্যক্তিকে ধাক্কা মেরেছেন। এটা 'কৌতুকপূর্ণ' আচরণ। অনেক শাহরুখ ভক্ত দাবি করেন, ওই ব্যক্তি শাহরুখের পুরোনো বন্ধু, তাই অহেতুক নেতিবাচকতা ছড়ানোর দরকার নেই। 

লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ

এদিনের অনুষ্ঠানে একদম হ্যান্ডসাম হাঙ্ক অবতারে পাওয়া গেল কিং খানকে। মসৃণ কালো ব্লেজার এবং ম্যাচিং ট্রাউজারে সজ্জিত, ফেস্টিভ্যালে শাহরুখের ড্যাপার লুক ভক্তদের নজর কেড়েছে। 

এদিন পুরস্কার হাতে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলিউডের ‘জওয়ান’ বলেন, 'এটা ভীষণ ভারী।' তারপর সেই পুরস্কার সাইডে রেখে অভিনেতা বলেন 'আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমায় এভাবে সাদর আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য। আমি পর্দায় যেভাবে হাত ছড়াই তার থেকে বেশি হাত ছড়িয়ে আমায় আপন করে নিয়েছে লোকার্নর এই গরম শহর। এখানকার মানুষজন ভীষণই সুন্দর, সাংস্কৃতিক এবং শৈল্পিক মনোভাবের।'

বায়োস্কোপ খবর

Latest News

২০২৫ সালে প্রথম চন্দ্রগ্রহণ কবে? কয়টি গ্রহণ রয়েছে আগামী বছর ! দেখে নিন তারিখ বাংলাদেশ সিরিজেই ৩টি বিরাট নজির গড়তে পারেন যশস্বী, ভাঙতে পারেন রাহানেদের রেকর্ড ধনু,মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ কারা লাকি? রইল ১৮ সেপ্টেম্বরের রাশিফল সিংহ,কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? ১৮ সেপ্টেম্বরের রাশিফল রইল ভরা পূর্ণিমায় ২০২৪ সালের শেষ চন্দ্রগ্রহণ! ১৮ সেপ্টেম্বর গ্রহণ শুরুর সময় কখন? মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? দেখে নিন ১৮ সেপ্টেম্বরের রাশিফল চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.